পন্থ-জাদেজার দ্বৈরথে এজবাস্টন টেস্টে খেলায় ফিরল ভারত, আবার ব্যর্থ কোহলি
এরপর হাল ধরেন পন্থ এবং জাদেজা। পন্থ ১১১ বলে ১৪৬ রান করেন। জাদেজা অপরাজিত আছেন ৮৩ রানে
July 2, 2022
|
< 1 min read
Published by: Drishti Bhongi

এজবাস্টন টেস্টে আবার ব্যাট হাতে আবার ব্যর্থ হলেন বিরাট কোহলি। ৯৮ রানে পাঁচ উইকেট পরে গিয়ে যখন ভারত নড়বড়ে অবস্থায়, তখন ঋষভ পন্থ এবং রবীন্দ্র জাদেজার ২২২ রানের পার্টনারশিপ ভারতকে ভদ্রস্থ স্কোরের দিকে নিয়ে গেলো। প্রথম দিনের শেষে ভারতের রান ৩৩৮/৭।
টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠায় ইংল্যান্ড। ভারতীয় ওপেনার, শুভমন গিল এবং চেতশ্বর পূজারা যথাক্রমে ১৭ এবং ১৩ রাঃ করে আউট হন। হনুমা বিহারি করেন ২০ রান। কোহলি ১১ রান করে ফিরে যান। শ্রেয়স যাওয়ার করেন ১১ রান। এরপর হাল ধরেন পন্থ এবং জাদেজা। পন্থ ১১১ বলে ১৪৬ রান করেন। জাদেজা অপরাজিত আছেন ৮৩ রানে। ইংল্যান্ডের বোলারদের পধ্যে জেমস অ্যান্ডারসন ৫২ রানে ৩ উইকেট নিয়েছেন। ম্যাথিউ পটস নিয়েছেন ২ উইকেট।