Ind vs NZ ODI : ইন্দোরে সিরিজের শেষ ম্যাচে পড়ুয়া ও বিশেষভাবে সক্ষম দর্শকদের জন্য টিকিটের ব্যবস্থা
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫:০০: ২০২৬ সালের শুরুতেই ক্রিকেটপ্রেমীদের জন্য বড় উপহার দিতে চলেছে মধ্যপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন (MPCA)। ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৮ জানুয়ারি, ইন্দোরের ঐতিহাসিক হোলকর স্টেডিয়ামে। এই দিন-রাতের ম্যাচের টিকিট বিক্রি হবে শুধুমাত্র অনলাইন মাধ্যমে। বিশেষ করে পড়ুয়া এবং বিশেষভাবে সক্ষম (স্পেশাল চাইল্ড/দিব্যাঙ্গ) দর্শকদের কথা মাথায় রেখেই আলাদা উদ্যোগ নিয়েছে MPCA।
২০২৬ সালের প্রথম আন্তর্জাতিক পুরুষ ক্রিকেট সিরিজের শেষ ম্যাচ হওয়ায় ইন্দোর ওয়ানডের গুরুত্ব আলাদা। ভদোদরা ও রাজকোটে প্রথম দুই ম্যাচের পর হোলকর স্টেডিয়ামে সিরিজ ফিনালে ঘিরে ইতিমধ্যেই উৎসাহ তুঙ্গে। এই আবহে ছাত্রছাত্রী ও বিশেষভাবে সক্ষম দর্শকদের জন্য নির্দিষ্ট গ্যালারি ও কোটার ব্যবস্থা রাখা হয়েছে, যাতে আরও বেশি তরুণ ও বিশেষ চাহিদাসম্পন্ন মানুষ মাঠে বসে আন্তর্জাতিক ক্রিকেট উপভোগ করতে পারেন।
ছাত্রছাত্রীদের জন্য ইস্ট স্ট্যান্ডের লোয়ার ও সেকেন্ড ফ্লোরে ছাড়ের টিকিট রাখা হয়েছে। ইস্ট স্ট্যান্ড (লোয়ার)-এর টিকিটের দাম ৭৫০ টাকা এবং সেকেন্ড ফ্লোরের দাম ৯৫০ টাকা (করসহ)। একজন পড়ুয়া শুধুমাত্র একটি টিকিট কিনতে পারবেন। এর জন্য প্রথমে অনলাইনে রেজিস্ট্রেশন করে বৈধ স্টুডেন্ট আইডি বা সাম্প্রতিক শিক্ষাগত নথি আপলোড করতে হবে। যাচাইয়ের পর MPCA থেকে হোয়াটসঅ্যাপ বা ইমেলের মাধ্যমে টিকিট কেনার লিঙ্ক পাঠানো হবে। রেজিস্ট্রেশন শুরু হবে ৩১ ডিসেম্বর সকাল ১১টা থেকে, চলবে ১ জানুয়ারি বিকেল ৫টা পর্যন্ত বা কোটা শেষ হওয়া পর্যন্ত।
বিশেষভাবে সক্ষম দর্শকদের জন্য নর্থ-ইস্ট গ্যালারিতে ৩০০ টাকার টিকিট রাখা হয়েছে। আবেদনকারীদের সরকারি প্রতিবন্ধকতা সংক্রান্ত শংসাপত্র আপলোড করতে হবে। এখানেও একজন দর্শক একটি মাত্র টিকিট কিনতে পারবেন। হুইলচেয়ারের প্রয়োজন হলে তা নিজস্ব ব্যবস্থায় আনতে হবে।
সব ধরনের টিকিট—সাধারণ, ছাত্রছাত্রী এবং বিশেষভাবে সক্ষম—‘District by Zomato’ প্ল্যাটফর্মে অনলাইনে বিক্রি হবে। বিরাট কোহলি, রোহিত শর্মার মতো তারকাদের উপস্থিতি এবং সম্ভাব্য অধিনায়ক শুভমন গিলকে সামনে রেখে এই ম্যাচ যে ছাত্রছাত্রী ও স্পেশাল চাইল্ডদের কাছে এক স্মরণীয় অভিজ্ঞতা হতে চলেছে, তা বলাই বাহুল্য।