এবার ফুটবল মাঠেও ভারতের কাছে পরাজয় পাকিস্তানের

September 22, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

 

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৯:২৯: কলম্বোর মাঠে ভারত ও পাকিস্তানের যুবদলের মধ্যে রোমাঞ্চকর লড়াইয়ের সাক্ষী থাকল ফুটবলপ্রেমীরা। গ্রুপ বি-এর এই গুরুত্বপূর্ণ ম্যাচে শুরু থেকে দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেলে। তবে ম্যাচের প্রথম গোল আসে ৩০ মিনিটে। দুর্দান্ত শটে গোয়াল করেন ভারতের গ্যাংটে। তবে প্রথমার্ধের শেষ মুহূর্তে পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরায় পাকিস্তান। হাফটাইমে স্কোরলাইন দাঁড়ায় ১-১।

দ্বিতীয়ার্ধের শুরুতেই দুই দল সমানতালে আক্রমণ চালাতে থাকে। ৬২ মিনিটে ভারতের গুনলেইবা গোল করে আবার এগিয়ে দেন দলকে। কিন্তু ৭০ মিনিটে পাকিস্তানের হামসা গোল করে সমতা ফেরান। ম্যাচ তখন দাঁড়ায় ২-২। তবে ভারতের জয়ের গল্প লিখে দেন রহান। ৭৩ মিনিটে তাঁর অসাধারণ গোল ভারতকে এগিয়ে দেয় ৩-২ ব্যবধানে। শেষ দিকে পাকিস্তান মরিয়া হয়ে আক্রমণ চালালেও ভারতীয় রক্ষণভাগ দৃঢ়তার সঙ্গে সব আক্রমণ প্রতিহত করে।

রেফারির শেষ বাঁশি বাজতেই উল্লাসে ফেটে পড়ে ভারতীয় শিবির। এই জয়ের ফলে গ্রুপের শীর্ষে উঠে গেল ভারত। এই জয়ের পর ভারত শুধু গ্রুপ শীর্ষে নয়, নকআউট পর্বের পথও অনেকটাই মসৃণ করে নিল। অন্যদিকে পাকিস্তানের সামনে এখন বাকি ম্যাচগুলোতে জয়ের বিকল্প নেই।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen