ডারবানে প্রোটিয়াদের বিরুদ্ধে নামছে সূর্যের ভারত, আজ থেকে শুরু টি-টোয়েন্টি সিরিজ

সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজে অজিদের হারিয়েছে ভারত, এবার সামনে প্রোটিয়ারা। বছর শেষে দক্ষিণ আফ্রিকা সফরে গিয়েছে ভারতীয় দল।

December 10, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজে অজিদের হারিয়েছে ভারত, এবার সামনে প্রোটিয়ারা। বছর শেষে দক্ষিণ আফ্রিকা সফরে গিয়েছে ভারতীয় দল। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে আজ শুরু হচ্ছে সফর। এরপর ওডিআই ও টেস্ট সিরিজও খেলবে দুই দল। ভারতীয় দলকে এই সিরিজে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব। প্রোটিয়াদের নেতা এইডেন মার্কব়্যাম।

আন্তর্জাতিক মঞ্চে কুড়ি কুড়ির যুদ্ধে ২৪ বার মুখোমুখি হয়েছে দুই দল। ১৩ বার জিতেছে ভারত এবং ১০ বার জিতেছে দক্ষিণ আফ্রিকা। একটি ম্যাচ অমীমাংসিত। দক্ষিণ আফ্রিকার মাটিতে ৭টি ম্যাচ খেলেছে টিম ইন্ডিয়া। তার মধ্যে জিতেছে ৫টিতে আর হেরেছে ২টি।

আজ, ভারত বনাম দক্ষিণ আফ্রিকার প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি ডারবানের কিংসমিড ক্রিকেট গ্রাউন্ডে আয়োজিত হবে। ভারত বনাম দক্ষিণ আফ্রিকার প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি ভারতীয় সময় অনুযায়ী সন্ধ্যা ৭.৩০ মিনিটে শুরু হবে।

কোথায় দেখা যাবে খেলা?
টিভিতে স্টার স্পোর্টস নেটওয়ার্ক এবং দূরদর্শন।
মোবাইলে ডিজনি প্লাস হটস্টার অ্যাপ্লিকেশনে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen