বলের পর ব্যাটেও দাপট, ধর্মশালায় প্রোটিয়াবধ সূর্যদের

December 14, 2025 | < 1 min read
Published by: Proteem Basak

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২২.২০: ধর্মশালায় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে দুরন্ত বোলিং ভারতীয় বোলারদের। তারপর ঝোড়ো ব্যাটিং অভিষেক শর্মা এবং শুভমন গিলের। ব্যাট, বলে প্রোটিয়াদের টেক্কা দিয়ে সিরিজে এগিয়ে গেলেন সূর্যরা।

তৃতীয় টি-টোয়েন্টিতে টিম ইন্ডিয়ার বোলারদের সামনে রীতিমতো চোখে সর্ষেফুল দেখল প্রোটিয়া বাহিনী। রবিবার টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন টিম ইন্ডিয়ার অধিনায়ক। তৃতীয় টি-টোয়েন্টিতে দু’টি বদল হয়েছে ভারতীয় দলে। বুমরাহ এবং অক্ষর প্যাটেলের জায়গায় এসেছেন হর্ষিত রানা এবং কুলদীপ যাদব। শিশির পড়ার সম্ভাবনায় প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন সূর্য। তাঁর এই সিদ্ধান্ত যে একেবারে সঠিক ছিল, তা বোঝা গেল। ১১৭ রানেই দক্ষিণ আফ্রিকাকে রুখে দেন অর্শদীপরা।

প্রথম ওভারেই শূন্য রানে হেনড্রিক্সকে ফেরান অর্শদীপ। দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলেই হর্ষিতের বলে সাজঘরে ফেরেন ডি কক। হর্ষিতের বলে মাত্র ২ রানে ফেরেন ব্রেভিস। প্লেড অন হন তিনি। একে একে ফিরে যান স্টাবস, বশ, দোনোভান, জানসেন। জোড়া উইকেট নেন বরুণ চক্রবর্তী, অর্শদীপ, হর্ষিত এবং কুলদীপ। একটি করে উইকেট নিয়েছেন পাণ্ডিয়া, শিবম দুবেরা। শেষের দিকে চালিয়ে খেলে দক্ষিণ আফ্রিকাকে সম্মানজনক স্কোরে নিয়ে যান তাদের অধিনায়ক। ৪০ বলে ৪৬ রানের অসাধারণ ইনিংসের পর সাজঘরে ফেরেন তিনি।

অন্যদিকে রান তাড়া করতে নেনে তাণ্ডব শুরু করেন অভিষেক শর্মা। ১৮ বলে ৩৫ রানের ঝোড়ো ইনিংস খেলে সাজঘরে ফেরেন তিনি। ২৮ রান করে আউট হন গিল। তবে এই জয়েও কাটা হিসাবে থাকলেন সূর্য। এদিনও ভারতের অধিনায়ক রান পেলেন না। ২৬ রানে অপরাজিত ছিলেন তিলক বর্মা।

২-১ ফলাফলে সিরিজে এগিয়ে গেল টিম ইন্ডিয়া।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen