IND Vs SA T-20: ধর্মশালায় জয়, সিরিজে এগিয়ে গেলেন অভিষেকরা

December 14, 2025 | < 1 min read
Published by: Proteem Basak

 

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ভারত-দক্ষিণ আফ্রিকা পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের ফলাফল এখন ১-১। আজ, রবিবার ধর্মশালায় তৃতীয় ম্যাচে নামছে সূর্যকুমাররা। গিল কি ছন্দ ফিরে পাবেন? টিম ইন্ডিয়া কি এগিয়ে যাবে সিরিজে?

দেখুন প্রতি মুহূর্তের LIVE UPDATE

২২.১০: ৭ উইকেটে জিতে সিরিজে এগিয়ে গেল ভারত

২১.৫৫: ১২ ওভারে ভারতের রান ৯২/২

২১.৫০: আউট শুভমন গিল

২১.৩০: ৭ ওভারে ভারতের রান ৭৫/১

২১.২২: ৩৫ রানে আউট অভিষেক

২১.১২: তিন ওভারে ভারতের রান ৪২/০

২১.০৪: আক্রমণাত্মক শুরু অভিষেক শর্মার। প্রথম ওভারেই এসেছে ১৬ রান

২০.৪৩: শেষ ওভারে ২ উইকেট নিলেন কুলদীপ। ১১৭ রানে শেষ হল দক্ষিণ আফ্রিকার ইনিংস

২০.৩০: হর্ষিতকে ছয় মেরে পঞ্চাশ পেরোলেন মার্করাম

২০.২০: ১৬ ওভারে বরুণ চক্রবর্তীর বলে আউট মার্কো জ্যানসেন। দক্ষিণ আফ্রিকা ৭৭/৭

২০.১২: বরুণ চক্রবর্তীর বলে আউট দোনোভান। দক্ষিণ আফ্রিকা ৬৯/৬

১৯.৫৫: শিবম দুবের বলে আউট বশ (৯)। দক্ষিণ আফ্রিকা ৪৪/৫

১৯.৪৩: হার্দিকের বলে আউট স্টাবস (৯)। চতুর্থ উইকেট হারাল দক্ষিণ আফ্রিকা

১৯.৩০:পাওয়ার প্লে শেষে  দক্ষিণ আফ্রিকা ২৫/৩

১৯.২৫: হর্ষিতের বলে আউট আউট ব্রেভিস, তৃতীয় উইকেট হারাল দক্ষিণ আফ্রিকা

১৯.১০: দ্বিতীয় ওভারে হর্ষিতের বলে আউট ডি কক। দক্ষিণ আফ্রিকা ২/২

১৯.০৫: অর্শদীপের বলে আউট হেনড্রিক্স। দক্ষিণ আফ্রিকা ১/১

১৮.৩০: টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত ভারত অধিনায়কের

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen