IND Vs SA: আজই কি সিরিজ পকেটে পুরে ফেলবে সূর্যকুমাররা?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১০:৩০: আজ, বুধবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজের চতুর্থ ম্যাচে নামছেন গিল, অভিষেকরা। পাঁচ ম্যাচের সিরিজে ২-১ ফলাফলে এগিয়ে রয়েছে টিম ইন্ডিয়া। আজই সিরিজ জয়ের হাতছানি ভারতের সামনে। অন্যদিকে, প্রোটিয়ারা বারবার লড়াকু। আজ তাঁদের সামনেও ঘুরে দাঁড়ানোর সুযোগ। দুয়ারে টি-২০ বিশ্বকাপ, ঘরের মাঠে যুদ্ধে নামার আগে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের সামনে সিরিজ জিতে আত্মবিশ্বাস বাড়ানো সুযোগ। কিন্তু জোড়া কাঁটা রয়ে গিয়েছে। ওপেনিংয়ে শুভমান গিলের রান না-পাওয়া। সূর্যকুমার যাদবের অফ ফর্ম।
টেস্টে সিরিজে ভারতকে হোয়াটওয়াশ করেছে দক্ষিণ আফ্রিকা। ওডিআই সিরিজ হারলেও লড়াই হয়েছে। টি-২০ সিরিজেও মুল্লানপুরে দাপটে জিতেছে। মার্করামরা আজ সিরিজ ২-২ করতে মরিয়া। তবে দক্ষিণ আফ্রিকার সমস্যা ধারাবাহিকতার অভাব। সিরিজের তৃতীয় ম্যাচে তিনটি পরিবর্তন করে প্রোটিয়ারা। তা দেখে ক্রিকেট বিশেষজ্ঞরা অবাক হন। বিগত টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল থেকে এ পর্যন্ত দক্ষিণ আফ্রিকা ২৮টি ম্যাচ খেলে ক১৮টি টি-টোয়েন্টিতে হেরেছে। অন্যদিকে, ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাটে কার্যত অপ্রতিরোধ্য ভারত।
আজ, ভারতীয় দলে পরিবর্তনের তেমন সম্ভাবনা নেই। অক্ষর প্যাটেল অসুস্থতার জন্য ছিটকে গিয়েছেন। তাঁর জায়গায় দলে এসেছেন শাহবাজ আহমেদ। কুলদীপ যাদবই খেলবেন, ফলে শাহবাজ প্রথম একাদশে সুযোগ পাবেন না। পরিবারের কারও অসুস্থতার কারণে বাড়ি ফিরে গিয়েছিলেন বুমরাহ। হর্ষিত রানা ও অর্শদীপ সিং সেরা ছন্দে ছিলেন। লখনউ পিচে ভালো রান উঠতে পারে। শিশিরের কারণে দ্বিতীয় ইনিংসে বোলিং কঠিন হয়ে পড়বে। ম্যাচ শুরু সন্ধে ৭টায়। সরাসরি সম্প্রচার দেখা যাবে স্টার স্পোর্টস ও জিওহটস্টারে।