কিং কোহলির ৭৪তম শতরান, ভেঙে চুরমার হচ্ছে একের পর এক রেকর্ড
আন্তর্জাতিক ওডিআইতে বিরাট করেছেন ৪৬টা শতরান। বিরাট আজ মাহেলা জয়বর্ধনেকেও পেরোলেন।

শ্রীলঙ্কার বিরুদ্ধে স্বপ্নের সিরিজ খেলছেন কোহলি। ২০২৩ সালের প্রথম ম্যাচে শতরান এসেছিল কোহলির ব্যাটে। গুয়াহাটির দিন সচিন তেন্ডুলকরকে ছুঁয়েছিলেন বিরাট। ভারতের মাটিতে ওডিআইতে বিরাটের শতরানের সংখ্যা হল ২১। ভারতের মাটিতে সেঞ্চুরির সংখ্যার নিরিখে সচিন তেন্ডুলকরকে টপকে গেলেন কোহলি। আন্তর্জাতিক ওডিআইতে বিরাট করেছেন ৪৬টা শতরান। বিরাট আজ মাহেলা জয়বর্ধনেকেও পেরোলেন।
শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআই সিরিজে নিয়ম রক্ষার ম্যাচে নামার আগে বিরাটদের দরকার ছিল ৬৩ রান। আজ একদিনের ক্রিকেটের সর্বোচ্চ রান সংগ্রহাকের তালিকায় প্রথম পাঁচে উঠে এলেন কিং কোহলি। আন্তর্জাতিক কেরিয়ারে ২৬৮টি ম্যাচে ১২৬৫৩ রান করে ওডিআই ক্রিকেটের পঞ্চম সর্বোচ্চ রান সংগ্রাহক হলেন কোহলি। শ্রীলঙ্কার কিংবদন্তি মাহেলা জয়বর্ধনেকে সরিয়ে দ্বিতীয় ভারতীয় হিসেবে তালিকায় জায়গা পেলেন তিনি। ঘরের মাঠে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ড এখন বিরাটের দখলে। আজ জোড়া রেকর্ড করলেন কোহলি।