কোহলি-গিলের জোড়া সেঞ্চুরি, আগুনে বোলিংয়ে কুপোকাত শ্রীলঙ্কা

এদিন সেঞ্চুরি করলেন ভারতের তরুণ তারকা শুভমন গিল। বিরাট কোহলির সঙ্গে গড়লেন ১৩১ রানের পার্টনারশিপ। বিরাটও পেলেন সেঞ্চুরি। ৫০ ওভারের শেষে ৫ উইকেট হারিয়ে ৩৯০ রান করে ভারত।

January 15, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi
ছবি সৌজন্যে – ICC

ব্যাটে-বলে আজ দাপট দেখালো টিম ইন্ডিয়া, শ্রীলঙ্কার বিরুদ্ধে ঘরের মাঠে ৩-০-তে সিরিজ জয় বিরাটদের। টানা দু ম্যাচ জিতে আগেই সিরিজ চলে এসেছিল, আজ নিয়মরক্ষার ম্যাচ জিতে দুরন্তভাবে বছর শুরু করল টিম ইন্ডিয়া। তিরুঅনন্তপুরম দেখল ব্যাটিংয়ের দাপট। আর দ্বিতীয় ভাগে দেখলো আগুনে বোলিং। আজ টসে জিতে ব্যাট করতে যায় ভারত। এদিন সেঞ্চুরি করলেন ভারতের তরুণ তারকা শুভমন গিল। বিরাট কোহলির সঙ্গে গড়লেন ১৩১ রানের পার্টনারশিপ। বিরাটও পেলেন সেঞ্চুরি। ৫০ ওভারের শেষে ৫ উইকেট হারিয়ে ৩৯০ রান করে ভারত।

৪২ রানে ফেরেন রোহিত। এরপরেই এলেন বিরাট কোহলি। গোটা ইনিংস খেললেন। করলেন অপরাজিত ১৬৬, ১৩ টি চার ও আট ছক্কায় সাজানো ইনিংস উপহার দিলেন। চলতি সিরিজে জোড়া সেঞ্চুরি পেলেন কিং কোহলি। ওয়ান ডে ক্রিকেটের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় পাঁচ নম্বরে উঠে এলেন বিরাট। গিল খেলেন ১১৬ রানের অনবদ্য এক ইনিংস।

জবাবে ব্যাট করতে নেমে, ৩৯১ রান তাড়া করতে গিয়ে তাসের ঘরের মতো ভেঙে পড়ে শ্রীলঙ্কার। আগুন ঝরালেন সিরাজ। আজ মাত্র ৩২ রান দিয়ে চার উইকেট নিলেন মহম্মদ সিরাজ। শ্রীলঙ্কার কোনও ব্যাটসম্যান আজ বাইশ গজে টিকতে পারেননি। শামি ও সিরাজ সুইংয়ে ৭৩ রানে শেষ হয়ে যায় শ্রীলঙ্কার ইনিংস। দুটি উইকেট পেয়েছেন কুলদীপ। দাসুন শনাকাদের হারিয়ে ৩১৭ রানে জয়ী হল ভারত। একই সঙ্গে বছরের প্রথম সিরিজ জিতে নিল রোহিতরা। 

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen