ফলো অন খেয়ে লড়ছেন ক্যাম্পবেল-হোপরা, ভারতের জয়ের জন্য চাই আট উইকেট

প্রথম ইনিংস
ভারত: ৫১৮/৫ ডিক্লেয়ার
ওয়েস্ট ইন্ডিজ: ২৪৮
দ্বিতীয় ইনিংস
ওয়েস্ট ইন্ডিজ: ১৭৩/২
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৭:২০: ফলো অন খেয়ে লড়ছে ওয়েস্ট ইন্ডিজ। যশস্বী জয়সওয়াল এবং শুভমন গিলের জোড়া সেঞ্চুরিতে পাহাড় গড়েছিল গিলরা। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ফলো অন এড়াতে পারল না ওয়েস্ট ইন্ডিজ। ২৪৮ রানে শেষ হয় তাদের ইনিংস। ক্যারিবিয়ানদের ফলো অন করতে নামান ভারত অধিনায়ক শুভমান গিল।
এদিন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আগুনে ফর্মে ছিলেন কুলদীপ যাদব। ৫ উইকেট নেন ভারতের বাঁহাতি স্পিনার। ২৬.৫ ওভারে ৮২ রান দিয়ে ৫ উইকেট পান কুলদীপ। ৬৮ বছর পুরনো রেকর্ড ভেঙে দিলেন তিনি। বাঁহাতি স্পিনার হিসেবে টেস্টে সবচেয়ে বেশিবার ৫ উইকেটের নজির এখন তাঁর দখলে।
অন্যদিকে, ফলো অনে নেমে ওয়েস্ট ইন্ডিজ লড়াকু মানসিকতার পরিচয় দিল। তৃতীয় দিনের শেষে ওয়েস্ট ইন্ডিজের রান ২ উইকেটে ১৭৩। একটি করে উইকেট পেলেন সিরাজ এবং ওয়াশিংটন। ক্যাম্পবেল ৮৭ রানে, হোপ ৬৬ রানে অপরাজিত আছেন। চা পানের বিরতির পর ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংসের রান ছিল ২ উইকেটে ৩৫। এরপর দুরন্ত লড়াই করেন ওপেনার জন ক্যাম্পবেল এবং হোপ। ভারত এখনও এগিয়ে রয়েছে ৯৭ রানে। জয়ের জন্য গিলদের চাই আট উইকেট।