LIVE IND vs WI 2nd Test: ৭ উইকেটে জয়ী টিম ইন্ডিয়া, ২-০ সিরিজ পকেটে ভারতের

October 14, 2025 | 3 min read
Published by: Ritam
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০৯:৩০: আজ দিল্লিতে ভারত-ওয়েস্ট ইন্ডিজ মুখোমুখি সিরিজের দ্বিতীয় তথা অন্তিম টেস্টে। আহমেদাবাদ টেস্টে সহজেই জয় পেয়েছিল ভারত। ইতিমধ্যেই সিরিজে এগিয়ে গিয়েছেন গিলরা। দিল্লি টেস্টেও জয় ছিনিয়ে নেবে টিম ইন্ডিয়া নাকি প্রতিরোধ দেখাবেন ক্লাইভ লয়েডের দেশের ছেলেরা? ভারতের সামনে সুবর্ণ সুযোগ রয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে অনেকটা এগিয়ে যাওয়ার। দেখুন প্রতি মুহূর্তের LIVE Update

Day 5:

১০:২৫: ৫০ পূর্ণ করলেন রাহুল, ভারত ১১৪/৩

১০:২০: আউট অধিনায়ক শুভমন গিল, ভারত ১০৮/৩

১০:১৭: ১০০ রান সম্পূর্ণ টিম ইন্ডিয়ার

১০:০০: আউট সুদর্শন, ভারত ৮৮/২,

০৯: ৫০: ২৪ ওভারে ভারত ৭৬/১

০৯:৪৫: ভারত ৬৭/১ , জয়ের জন্যে প্রয়োজন আরও ৫৪ রান

০৯:৩০: শুরু পঞ্চমদিনের খেলা

Day 4:

 ১৬:৩০: ভারত ৩৪/১, জয়ের জন্যে প্রয়োজন আরও ৮৭ রান

১৬:০৫:ভারত ১৩/১, জয়ের জন্যে প্রয়োজন আরও ১০৮ রান

১৬:০০: আউট যশস্বী, ভারত ৯/১

১৫:৩৫: ৩৯০ রানে অলআউট ওয়েস্ট ইন্ডিজ, জয়ের জন্য ভারতের প্রয়োজন ১২১ রান

১৫:২২: ১১২ রানে এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ

১৪:৩০: ৩৫০ রান সম্পূর্ণ করল ওয়েস্ট ইন্ডিজ, ৮১ রানে এগিয়ে ক্যারিবিয়ানরা

১৩:৫০: ২ রান করে আউট এন্ডারসন

১৩:৪৫: ৯৫ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের রান ৩০৮-৮

১৩:৪০: ৩ রান করে আউট ওয়ারিকান

১৩:৩০: পরপর ৩ উইকেট হারিয়ে চাপে ওয়েস্ট ইন্ডিজ, ম্যাচে ফিরল টিম ইন্ডিয়া

১৩:২৭: ৪০ রান করে আউট চেজ

১৩:১০: টেভিন ১২ রান করে আউট হয়ে সাজঘরে ফিরলেন

১২:৩৯: সিরাজের বলে আউট হয়ে ফিরলেন হোপ

১২:৩০: শতরান করলেন হোপ

১২:১৫: ৭৯.৪ ওভারে ওয়েস্ট ইন্ডিজ ২৫৭/৩

১১:২০: দুরন্ত লড়াই করছে ওয়েস্ট ইন্ডিজ, ৭৭.১ ওভারে ২৪৮/৩

১০:৪০: আউট ক্যাম্পবেল, ওয়েস্ট ইন্ডিজ ২১২/৩

১০:১৯: ২০০ রান সম্পূর্ণ করল ওয়েস্ট ইন্ডিজ

১০:০৯: সেঞ্চুরি করলেন ক্যামবেল, ওয়েস্ট ইন্ডিজ ১৯৫/২

০৯:৩০: শুরু চতুর্থ দিনের খেলা

Day 3

১৬:৩০: তৃতীয় দিনের খেলার শেষে ওয়েস্ট ইন্ডিজের রান ১৭৩/২

১৫:৫০: ৩৫.৪ ওভারে ওয়েস্ট ইন্ডিজ ১২৪/২, ক্যাম্বেল ৭০*, হোপ ৩৭*

১৫:০০: ২৪.১ ওভারে ওয়েস্ট ইন্ডিজ ৯৭/২

১৪:৩০: ওয়েস্ট ইন্ডিজের স্কোর ৫৩/২

১৪:১০: দ্বিতীয় ইনিংসেও জোড়া ধাক্কা খেল ওয়েস্ট ইন্ডিজ, স্কোর ৩৫/২

১৩:০০: ২৪৮ রানে অলআউট ওয়েস্ট ইন্ডিজ, টিম ইন্ডিয়া এগিয়ে ২৭০ রানে।

১২:৩৫: নবম উইকেটের পতন, ওয়েস্ট ইন্ডিজ ২২১/৯

১১:৩৩: ৭২ ওভারে ওয়েস্ট ইন্ডিজ ২১৭/৮

১১:০০: ৬৩ ওভারে ওয়েস্ট ইন্ডিজ ১৯৭/৮

১০:৩৫: অষ্টম উইকেটের পতন, ওয়েস্ট ইন্ডিজ ১৭৬/৮

১০:০০: কুলদীপের জোড়া ধাক্কা, ওয়েস্ট ইন্ডিজ ১৬৩/৬

০৯:৪০: ৪৬ ওভারে ওয়েস্ট ইন্ডিজ ১৫২/৪

 

Day 2:

১৬:০৫ ৩৪ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের রান ১১৫-৪, হোপ ২০*, টেভিন ০*

১৫:৫৬: ০ রানে আউট রোস্টন চেজ

১৫:৫৪: কুলদিপের বলে আউট হয়ে ৪১ রান করে ফিরে গেলেন অলিক

১৫:৪২:  ১০০ রান সম্পূর্ণ ওয়েস্ট ইন্ডিজের।

১৫:৩৪: জাদেজার বলে আউট চন্দ্রপল

১৫:১৯: ২৫ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের রান ৭১-১, অলিক ৩১*, চন্দ্রপল ২৬*

১৫:০৩: ২০ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের রান ৪৯-১, অলিক ১৭*, চন্দ্রপল ১৮*

১৪:৪৭: ১৫ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের রান ৪১-১, অলিক ১৪*, চন্দ্রপল ১৩*

১৪:১০: ১০ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের রান ২৫-১, অলিক ১*, চন্দ্রপল ১৩*

১৪:০০: জাদেজার বলে আউট হয়ে ফিরলেন ক্যাম্পবেল

১৩:৪৪: ৫ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের রান ৯-০, ক্যাম্পবেল ৪*, চন্দ্রপল ৫*

১৩:২৬: ওয়েস্ট ইন্ডিজের হয়ে ওপেন করতে নেমেছেন কাম্পবেল ও চন্দ্রপল

১৩.১১: আউট হয়ে সাজ ঘরে ফিরলেন ধ্রুব জুরেল

১২:৫৭: ৫০০ রান সম্পূর্ণ ভারতের

১২.৫১: শতরান করলেন শুভমন গিল

১২:২২: ১২০ ওভার শেষে ভারতের রান ৪৩৮-৪, শুভমন গিল ৮৪*, ধ্রুব জুরেল ৯*

১১:২৮: ১১৫ ওভার শেষে ভারতের রান ৪২৫-৪, শুভমন গিল ৭৪*, ধ্রুব জুরেল ৬*

১১:১৩: ১১০ ওভার শেষে ভারতের রান ৪১৮-৪, শুভমন গিল ৭০*, ধ্রুব জুরেল ১*

১১.০৫: ৪৩ রান করে সাজ ঘরে ফিরলেন নীতিশ কুমার রেড্ডি

১০.৫৫: ১০৭ ওভার শেষে ভারতের রান ৪০৮-৩, শুভমন গিল ৬৭*, নীতিশ রেড্ডি ৪০*

১০.৩৩: ১০২ ওভার শেষে ভারতের স্কোর ৩৭৯/৩

১৬:০৯: ১৫০ করলেন যশস্বী জয়সওয়াল

১৬:০০: ৮০ ওভারে ভারত ২৮২/২, যশস্বী ১৪৩*, গিল ১৪*

১৫:০০: ৬৫ ওভারে ভারত ২৪১/১, যশস্বী ১২০*, সুদর্শন ৮৩*

১৪:৪৭: ৬০ ওভারে ভারত ২২৭/১, যশস্বী ১১৭*, সুদর্শন ৭২*

১৪:১৬: চা বিরতিতে ভারত ২২০/১, যশস্বী ১১১*, সুদর্শন ৭১*

১৩:৩৬: শতরান করলেন যশস্বী জয়সওয়াল

১৩:০০: হাফ সেঞ্চুরি করলেন সুদর্শন

 ১২:৫০: ৩৫ ওভারে ভারত ১৩৫/১, যশস্বী ৬৬*, সুদর্শন ৩১*

১২:২৮: ৩১ ওভারে ভারত ১১৭/১, যশস্বী ৫৮*, সুদর্শন ২১*

১২:২০: হাফ সেঞ্চুরি করলেন যশস্বী, ভারত ১১৪/১

১১:৩৫: ২৮ ওভারে ভারত ৯৪/১, যশস্বী ৪০*, সুদর্শন ১৬*

১১:২৩: ২৫ ওভারে ভারত ৮৯/১, যশস্বী ৩৮*, সুদর্শন ১৩*

১১:০০: ৩৮ রান করে আউট রাহুল, ভারত ৫৮/১

১০:৫৬: বিনা উইকেটে ৫০ রান পূর্ণ টিম ইন্ডিয়ার

১০:৫০: ১৫ ওভার শেষে ভারত ৪১/০

১০:৪২: ১৩ ওভার শেষে ভারত ৩৪/০

১০:২৮: ১১ ওভার শেষে ভারত ২৯/০

১০:১৮: ৯.৩ ওভার শেষে ভারত ২৯/০

০৯:৫৬: ৫ ওভারে ভরতের স্কোর ১৪/০

০৯:৪৫: ৩ ওভারে ভারত ৪/০

০৯:০০: টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন শুভমন গিল।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen