INDWVSSLWT20: দুরন্ত ব্যাটিং দুই পক্ষের, ৩০ রানে জিতে শেষ হাসি স্মৃতি-শেফালী-রিচাদের
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২২:৩০: আজ গ্রিনফিল্ড স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল ভারত ও শ্রীলঙ্কার মেয়েরা। ইতিমধ্যেই ৩-০ জিতে গেছে সিরিজ।
টসে জিতে ফিল্ডিং নেয় শ্রীলঙ্কা। দুর্দান্ত ও ঝোড়ো ব্যাটিং করেন স্মৃতি ও শেফালী। দুজনে মিলে প্রথম উইকেটে ১৬২ রান তোলে। স্মৃতি আউট হন ৪৮ বলে ৮০ রান ( ১১x৪, ৩x৬) করে। শেফালী ভার্মা ৪৬ বলে ৭৯ রান (১২x ৪, ১x৬) করেন। শেষের দিকে ১৬ বলে ঝোড়ো ৪০ রান (৪x৪, ৩x৬) করে অপরাজিত থাকেন রিচা ঘোষ। অধিনায়ক হারমানপ্রীত অপরাজিত ১৬ রান করেন। ২০ ওভারে ২ উইকেটে ২২১ রান করে ভারতের মেয়েরা। শ্রীলঙ্কার হয়ে একটি করে উইকেট নেন শেহানি ও মিপেজ।
ব্যাট করতে নেমে দারুণ শুরু করেন শ্রীলঙ্কার মেয়েরা। আতাপাত্তু করেন ৫২ রান। ৩৩ রান করেন পেরেরা। ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৯১ রানে থেমে যায় শ্রীলঙ্কার মেয়েরা। দুটি করে উইকেট নেয় অরুন্ধতী ও বৈষ্ণবী। একটি উইকেট নেন শ্রী চরণি। ৫ ম্যাচের সিরিজে ৪-০ এগিয়ে ভারতের মেয়েরা।