২০২৭ জনগণনার জন্য কত টাকা বরাদ্দ করল কেন্দ্র?

December 12, 2025 | < 1 min read
Published by: Raj

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২১.০০: SIR আবহেই জনগণনার প্রস্তুতির কথার জানিয়ে দিল কেন্দ্র। শুক্রবার ক্যাবিনেটের পক্ষ থেকে এজন্য বরাদ্দ করা হল ১১ লাখ ৭১৮ দশমিক ২৪ কোটি টাকা। এদিন ক্যাবিনেটে এই ঘোষণা করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

দেশে মোট দু’টি দফায় জনগণনা হবে। ২০২৭ সালের জনগণনার জন্য ১১ হাজার কোটি টাকা বরাদ্দের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। সমগ্র প্রক্রিয়াটিই হবে অনলাইন মাধ্যমে। মন্ত্রী জানিয়েছেন, জাতিগণনার হিসাবও এতে যোগ করা হবে।

শেষ বার দেশে জনগণনা হয়েছিল ২০১১ সালে। তার পর ২০২১ সালে জনগণনা হওয়ার কথা থাকলেও কোভিড অতিমারির কারণে প্রক্রিয়াটি পিছিয়ে যায়। আগেই কেন্দ্রের তরফে জানানো হয়েছিল, ২০২৭ সালে জনগণনা করা হবে। শুক্রবার তার জন্য অর্থও বরাদ্দ করে দেওয়া হল। ২০২৭ সালের ১ মার্চ থেকে এই নতুন হিসাব কার্যকর হবে।

অশ্বিনী জানিয়েছেন, প্রথম পর্যায়ে বাসস্থান ও সম্পত্তি গণনা হবে। বাড়ি, জমি ও সম্পত্তি সংক্রান্ত তথ্য সংগ্রহ করবে সরকার। ২০২৬ সালের এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে সেই প্রক্রিয়া চলবে। সংশ্লিষ্ট সরকারের সুবিধা অনুযায়ী ৩০ দিনের মধ্যে এক-একটি জায়গায় গণনা সম্পন্ন করা হবে। এর পর দ্বিতীয় পর্যায়ে শুরু হবে জনগণনা। ২০২৭ সালের ফেব্রুয়ারি মাসে এই দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হবে বলে জানিয়েছেন মন্ত্রী। ডিজিটাল পদ্ধতিতে জনগণনার জন্য বিশেষ অ্যাপ ব্যবহার করবে কেন্দ্র। অ্যাপের মাধ্যমে তথ্য সংগ্রহ করে পোর্টালে আপলোড করতে হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen