২০৩৬ সালে অলিম্পিক আয়োজনের জন্য আবেদন করল ভারত, দায়িত্ব পাবে কোন রাজ্য?
এবার ভারতে যদি অলিম্পিকের মত এত বড় ক্রীড়া প্রতিযোগিতা হয় সে ক্ষেত্রে সারা বিশ্বে ক্রীড়া ক্ষেত্রে ভারত এক উচ্চ পর্যায় যে পৌঁছে

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪:০৩: ২০৩৬ সালের সামার অলিম্পিক আয়োজনের জন্য সরকারিভাবে আবেদন করলো ভারত। অনেক দিন ধরেই এই বিষয়ে নানা জল্পনা চলছিল। এবার সেই সব জল্পনার ইতি ঘটলো। মঙ্গলবার সুইজারল্যান্ডের লুসানে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সঙ্গে দেখা করেছে ভারতীয় অলিম্পিকে সংস্থার সদস্যরা। ভারতে যদি অলিম্পিকের আসর বসে সে ক্ষেত্রে এই বড় ইভেন্ট আয়োজনের দায়িত্ব পেতে পারে গুজরাট!
মঙ্গলবার সুইজারল্যান্ডে ভারতীয় অলিম্পিক সংস্থার সভাপতি পিটি ঊষার সঙ্গে সেই প্রতিনিধি দলে ছিলেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক ও গুজরাত সরকারের আধিকারিকরা। সেখানে সরকারিভাবে এই অলিম্পিক আয়োজনের জন্য আবেদন করেছেন তাঁরা। তবে ২০৩৬ সালের অলিম্পিক আয়োজনের আগে এখনো দুটো অলিম্পিক ইভেন্ট হওয়ার বাকি। সেখানে যথাক্রমে ২০২৮ সালে আমেরিকার লস অ্যাঞ্জেলস ও ২০৩২ সালের সামার অলিম্পিক্সসের আসর বসবে অস্ট্রেলিয়ার ব্রিসবেন শহরে । সেক্ষেত্রে তার পরের অলিম্পিক নিজেদের দেশে করতে চেয়ে মুখিয়ে রয়েছে ভারতীয় অলিম্পিক সংস্থার সদস্যরা। এখন সেই চেষ্টাই চলছে পুরোদমে।
তবে অলিম্পিকের মতো এত বড় ইভেন্ট আয়োজনের জন্য প্রয়োজন একাধিক বিধি, সুরক্ষা এবং উন্নত মানের পরিকাঠামো। তবে সব বিষয় মাথায় রেখেই ভারত আবেদন করেছে। এবং ভারত পুরো পুরী প্রস্তুত। এর আগে ২০১৭ সালের অনূর্ধ্ব ১৭ ফুটবল বিশ্বকাপ আয়োজন করেছিল ভারত। তার ফোলে সারা বিশ্বে ভারতের নাম বেশ জনপ্রিয়তা পেয়েছিল। এবার ভারতে যদি অলিম্পিকের মত এত বড় ক্রীড়া প্রতিযোগিতা হয় সে ক্ষেত্রে সারা বিশ্বে ক্রীড়া ক্ষেত্রে ভারত এক উচ্চ পর্যায় যে পৌঁছে যাবে তা বলার আর অপেক্ষা রাখে না।
ভারতীয় অলিম্পিক সংস্থার সভাপতি পিটি ঊষা বলেছেন, ‘ ভারত যদি অলিম্পিক আয়োজনের দায়িত্ব পায়, তাহলে সে ক্ষেত্রে ভারতের জন্য সেটা একটা বড় পাওনা হয়ে থাকবে। ভারতীয় ক্রীড়া ক্ষেত্রে বিপুল প্রভাব ফেলবে। তাই আমরা সকলেই এর জন্য নিজেদের সর্বস্ব দিয়ে চেষ্টা করছি। যাতে ভারত ২০৩৬ সালের অলিম্পিক আয়োজনের দায়িত্ব পায়’। তবে এবার সবটাই নির্ভর করছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির উপরে।