কূটনৈতিক স্ট্রাইক! পাকিস্তানের ঋণ পাওয়া আটকাতে তৎপর ভারত

পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসে মদত এবং অর্থ সাহায্যের অভিযোগ দীর্ঘদিনের। সূত্রের খবর, বৈঠকে পাকিস্তানকে বাড়তি ঋণ দেওয়ার বিরোধিতা করবে ভারত।

May 9, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ভারত-পাক উত্তেজনা বাড়ছে। এখনও পুরোদস্তুর যুদ্ধ শুরু হয়নি। এবার আরও এক কূটনৈতিক স্ট্রাইকের পথে নয়া দিল্লি। পাকিস্তানকে ঋণ দেওয়া হবে কি না, তা নিয়ে শুক্রবার গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে চলেছে আন্তর্জাতিক অর্থভান্ডার অর্থাৎ আইএমএফ-র ঋণ সংক্রান্ত বোর্ড। পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসে মদত এবং অর্থ সাহায্যের অভিযোগ দীর্ঘদিনের। সূত্রের খবর, বৈঠকে পাকিস্তানকে বাড়তি ঋণ দেওয়ার বিরোধিতা করবে ভারত।

আইএমএফ-র থেকে দু’বছর আগেই সাতশো কোটি ডলারের ঋণের প্যাকেজ পেয়েছিল পাকিস্তান। ডলারের নিরিখে পাকিস্তানি মুদ্রার পতন, ব্যাপক মুদ্রাস্ফীতি এবং জ্বালানির অভাবে ধুঁকতে থাকা পাকিস্তান ঋণ পেয়ে খানিক চাঙ্গা হয়েছিল। কিন্তু তাদের বেশ কিছু শর্ত মানার নির্দেশ ছিল। সেই শর্ত পাকিস্তান ঠিকঠাক মেনেছে কি না, তা খতিয়ে দেখা হবে বৈঠকে। তার ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া হবে পাকিস্তান বাড়তি ১০০ কোটি ডলারের ঋণ পাবে কি-না!

বর্তমান পরিস্থিতিতে পাকিস্তানকে ঋণ দেওয়া ঠিক হবে কি না, তা পর্যালোচনা করার আবেদন জানিয়েছে ভারত। নয়া দিল্লির মতে, পাকিস্তানকে বহু বার ঋণ দেওয়া হয়েছে। কিন্তু ঋণের অর্থের সদ্ব্যবহার করেনি পাকিস্তান। ভারতের বিদেশসচিব বিক্রম মিস্রী জানান, আইএমএফ-এ ভারতের এগজিকিউটিভ ডিরেক্টর রয়েছেন। বৈঠকে ভারতের অবস্থান জানাবেন তিনি। এ রকম কত ঋণ পাকিস্তানকে দেওয়া হয়েছে। কিন্তু তার ফল কী হয়েছে, সকলে তা জানে। বোর্ডের সদস্যদের বিষয়টি নিয়ে ভাবনাচিন্তা করার আর্জি জানাবে ভারত।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen