পাকিস্তানের টার্গেট ছিল অমৃতসরের স্বর্ণমন্দির! কীভাবে রক্ষা পেল শিখদের পবিত্র ধর্মস্থান? দেখুন ভিডিও

যাবতীয় আক্রমণ নিষ্ক্রিয় হয়ে যায় ভারতের প্রতিরোধের সামনে। সোমবার ভিডিও প্রকাশ করে বিস্তারিত জানিয়েছে ভারতীয় সেনা।

May 19, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি:
শেষ আপডেট: ২০:০০

অমৃতসরের স্বর্ণমন্দিরকে লক্ষ্য করে হামলা চালিয়েছিল পাকিস্তান। যদিও মন্দিরের গায়ে আঁচড় লাগেনি! পাক মিসাইল আর ড্রোন হামলার সামনে ঢাল হয়ে দাঁড়িয়েছিল ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম। যাবতীয় আক্রমণ নিষ্ক্রিয় হয়ে যায় ভারতের প্রতিরোধের সামনে। সোমবার ভিডিও প্রকাশ করে বিস্তারিত জানিয়েছে ভারতীয় সেনা।

১৫তম ইনফ্যান্ট্রি ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং, মেজর জেনারেল কার্তিক সি শেষাদ্রি জানান, পাকিস্তান নির্দিষ্ট কোনও টার্গেট পাবে না হামলা চালানোর জন্য। তাই ওরা ভারতীয় সেনার ঘাঁটি ও জনবসতিতে হামলা করবে। জনবসতির মধ্যে থাকা ধর্মস্থানেও পাক হামলার প্রবল সম্ভাবনা ছিল। ধর্মস্থানের মধ্যে সবচেয়ে বিখ্যাত স্বর্ণমন্দির। ৮মে অমৃতসর লক্ষ্য করে হামলা শুরু হতেই স্বর্ণমন্দির সুরক্ষিত রাখতে একটি ছাতা গড়ে তোলে ভারতীয় সেনা।

জানা যাচ্ছে, মূলত ড্রোন এবং দূরপাল্লার মিসাইলের মাধ্যমে হামলা চালিয়েছিল পাকিস্তান। পাক হামলা রুখতে পুরোপুরি তৈরি ছিল সেনা। ভারতীয় সেনার সাহস এবং সতর্কতা পাক সেনার জঘন্য ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়েছে। পাকিস্তানের প্রত্যেকটি ড্রোন এবং মিসাইলকে গুলি করে নামানো হয়েছে। স্বর্ণমন্দিরের কোনও ক্ষতি হয়নি।

কী উপায়ে পাক হানা প্রতিহত করা হল, তার বিশদ বিবরণ দিয়ে সোমবার একটি ভিডিও প্রকাশ করে সেনা। আকাশ মিসাইল সিস্টেম, এল-৭০ এয়ার ডিফেন্স গানের ব্যবহার দেখানো হয়েছে ভিডিওতে। অমৃতসর-সহ পঞ্জাবের অন্যান্য শহরগুলিকে রক্ষা করেছিল এই প্রতিরক্ষা ব্যবস্থা। পাক হামলার সামনে দুর্ভেদ্য প্রাচীর গড়েছে সেনা, ভিডিওতে তাও তুলে ধরা হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen