SIR ইস্যুতে আজ নির্বাচন কমিশনের দপ্তর ঘেরাও করে বিক্ষোভ দেখাবেন ইন্ডিয়া জোটের সাংসদরা

বিভিন্ন ভাষায় লেখা প্ল্যাকার্ড হাতে কমিশন দপ্তর ঘেরাও করে বিক্ষোভে অংশ নেবেন সাংসদরা।

August 11, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ৯:০০: SIR-র নামে ‘ভোটচুরি’র প্রতিবাদে আজ সোমবার দিল্লিতে সংসদ ভবন থেকে জাতীয় নির্বাচন কমিশনের দপ্তর অবধি পদযাত্রা করবে কংগ্রেস, তৃণমূল-সহ ইন্ডিয়া জোটের দলগুলি! সংসদ ভবন থেকে ‘নির্বাচন সদন’ পর্যন্ত প্রায় দুই কিলোমিটার পদযাত্রা করবে বিরোধী শিবিরের প্রায় ২০০ সাংসদ। সূত্র বলছে, সোমবার সকাল সাড়ে ১১টায় পদযাত্রা শুরু হবে। এরপর বিভিন্ন ভাষায় লেখা প্ল্যাকার্ড হাতে কমিশন দপ্তর ঘেরাও করে বিক্ষোভে অংশ নেবেন সাংসদরা।

সূত্রের খবর— বাংলা, ইংরেজি, তামিল, মরাঠি, মালয়ালি, হিন্দি, এই সমস্ত ভাষায় প্ল্যাকার্ড থাকবে বিরোধী সাংসদদের হাতে। পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল তৈরি করছে বাংলায় লেখা প্ল্যাকার্ড। কংগ্রেসের দায়িত্ব ইংরেজি এবং মালয়ালি প্ল্যাকার্ড তৈরি করার। তামিলনাড়ুর শাসকদল ডিএমকে তৈরি করবে তামিল ভাষায় প্ল্যাকার্ড। হিন্দির দায়িত্ব দেওয়া হয়েছে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টিকে। আর মরাঠি ভাষায় স্লোগান লেখা প্ল্যাকার্ড তৈরি করছে শিবসেনা (উদ্ধব ঠাকরে) শিবির।

সোমবার সকাল ১১টাতেই সংসদের দুই কক্ষ লোকসভা এবং রাজ্যসভা অচল করার প্রস্তুতি নিচ্ছে বিরোধী শিবির। তার পর সাড়ে ১১টায় সংসদের মকরদ্বারের সামনে জমায়েত হবেন বিভিন্ন বিরোধী দলের প্রায় ২০০ সাংসদ। সেখান থেকেই মিছিল করে তাঁরা যাবেন নির্বাচন সদন পর্যন্ত। তবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে থাকা দিল্লি পুলিশ ২০০ জন সাংসদকে মিছিল করে কমিশন দপ্তর পর্যন্ত যেতে দেবে কি না, তা নিয়ে সংশয়ী অনেকেই। তৃণমূলের এক সাংসদ একান্ত আলোচনায় বলেন, ‘‘মনে হয় না ওরা যেতে দেবে! মাঝপথ থেকেই পুলিশ সাংসদদের আটক করতে পারে।’’

বিরোধী শিবিরের অভিযোগ, এসআইআর প্রক্রিয়ায় বিহারে প্রায় ৬৫ লক্ষ ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে এবং বিজেপির স্বার্থে নির্বাচন কমিশনকে ব্যবহার করে ভোটে কারচুপি হয়েছে। গত বৃহস্পতিবার রাহুল গান্ধী অভিযোগ করেন, কর্নাটক, মহারাষ্ট্র ও হরিয়ানাসহ একাধিক রাজ্যে কমিশন ইচ্ছাকৃতভাবে বিজেপিকে সুবিধা দিয়েছে। আগামী বছরে পশ্চিমবঙ্গ, কেরল, অসম ও তামিলনাড়ুর বিধানসভা নির্বাচন সামনে রেখে বিরোধীদের শঙ্কা বেড়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen