INDIA-র পরের বৈঠক নয়াদিল্লিতে? কী জানালেন NCP নেত্রী সুপ্রিয়া সুলে

বিরোধী দলের জোট INDIA-র প্রথম বৈঠক ২৩ জুন পাটনায় এবং দ্বিতীয় সভা ১৭-১৮ জুলাই বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হয়েছিল।

September 1, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi
INDIA-র পরের বৈঠক নয়াদিল্লিতে?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: INDIA-র পরের বৈঠক নয়াদিল্লিতে? এমনই জানালেন NCP নেত্রী সুপ্রিয়া সুলে

বিরোধী দলের জোট INDIA-র জোটের পরবর্তী মূল বৈঠকটি জাতীয় রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে, শুক্রবার মুম্বইতে জোটের তৃতীয় বৈঠকের সমাপ্তির পরে জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি (শারদ পাওয়ার উপদল) নেতা সুপ্রিয়া সুলে বলেন।

এনসিপি (NCP) সাংসদ সুপ্রিয়া সুলেকে যখন সংবাদমাধ্যমের পক্ষ থেকে জিজ্ঞাসা করা হয়েছিল যে ভারত জোটের পরবর্তী বৈঠক কোথায় হবে, তিনি জানান, “দিল্লিতে।” বৈঠকের তারিখ নিয়ে আবারও প্রশ্ন করা হলে তিনি বলেন, আপনারা (মিডিয়া ব্যক্তিরা) কবে চান, আমরা ওই তারিখে অনুষ্ঠিত হবে।

এর আগে, বিরোধী দল ভারত জোটের সাংগঠনিক দলগুলি শুক্রবার ২০২৪ সালের লোকসভা নির্বাচনে “যতদূর সম্ভব” একসাথে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছে, মুম্বাইতে অনুষ্ঠিত তৃতীয় কৌশলগত বৈঠকের সময় গৃহীত জোটের প্রস্তাবে বলা হয়েছে।

বিরোধী দলের জোট INDIA-র প্রথম বৈঠক ২৩ জুন পাটনায় এবং দ্বিতীয় সভা ১৭-১৮ জুলাই বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হয়েছিল।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen