SIR, ভোট চুরি থেকে মোদী সরকারের ‘বি-টিম’: প্রশ্নের মুখে কমিশন, দিল্লিতে সরব INDIA জোট
SIR এবং ভোট চুরির অভিযোগ প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইম্পিচমেন্ট নোটিশ জমা দেওয়ার সিদ্ধান্ত নিল ইন্ডিয়া জোট।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৭:২০: দিল্লির কনস্টিটিউশন ক্লাবে আজ সাংবাদিক বৈঠক করে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলল INDIA জোট। একাধিক বিরোধী দলের সাংসদ অভিযোগ করেছেন, নির্বাচন কমিশন শাসক বিজেপির স্বার্থে কাজ করছে।
বৈঠকে উপস্থিত ছিলেন কংগ্রেস সাংসদ গৌরব গগৈ, তৃণমূলের মহুয়া মৈত্র, আরজেডি’র মনোজ ঝা, সমাজবাদী পার্টির রাম গোপাল যাদব, শিবসেনার অরবিন্দ সাওয়ান্ত, ডিএমকের তিরুচি শিবা, সিপিএমের জন ব্রিটাস এবং আম আদমি পার্টির সঞ্জয় সিং।
কংগ্রেস সাংসদ গৌরব গগৈ অভিযোগ করেন, নির্বাচন কমিশন ইচ্ছাকৃতভাবে বিরোধীদের প্রশ্ন তুলছে। তাঁর কথায়, “লোকসভা এবং মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের মধ্যে কীভাবে ৭০ লক্ষ নতুন ভোটার যুক্ত হয়েছে, তা নিয়ে কমিশন নীরব। এটা স্পষ্ট, নির্বাচন কমিশন নিরপেক্ষ কর্মকর্তাদের অধীনে নেই।”
তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র বলেন, “প্রধান নির্বাচন কমিশনারের আচরণ লজ্জাজনক। তাঁর কাজ বিরোধীদের আক্রমণ করা নয়। মৃত মানুষের নাম ভোটার তালিকায় ঢুকছে, কারণ ব্লো-রা নিজেরাই ফর্ম পূরণ করছে।”
আপ সাংসদ সঞ্জয় সিং কটাক্ষ করে বলেন, “নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নাম হওয়া উচিত ‘অজ্ঞানেশ কুমার’। তিনি হয় বোকা, নয়তো বোকা সাজছেন। ২৫ জুন থেকে ২৫ জুলাই পর্যন্ত ৬৫ লক্ষ ভোটার বাদ পড়েছে, কিন্তু বিহারে একটিও ভোট যোগ হয়নি। তবুও বলা হচ্ছে SIR চলছে।”
আরজেডি সাংসদ মনোজ ঝা দাবি করেন, রবিবার দিনটিকে ইচ্ছাকৃতভাবে বেছে নেওয়া হয়েছে। “ঠিক একই দিনে রাহুল গান্ধী ও তেজস্বী যাদব ‘ভোট বাঁচাও যাত্রা’ শুরু করেছিলেন সাসারাম থেকে। সেই খবর ঢাকতেই কমিশনের এই পদক্ষেপ।”
সমাজবাদী পার্টির রাম গোপাল যাদব বলেন, “উত্তরপ্রদেশে ভোট কাটার কাজ শুরু হয়ে গেছে। নির্বাচন কমিশনের দাবি ভিত্তিহীন। সবকিছু পরিকল্পিতভাবে করা হচ্ছে।”
ডিএমকে সাংসদ তিরুচি শিবা প্রশ্ন তোলেন, “৬৫ লক্ষ ভোটার সম্পর্কিত তথ্য প্রকাশ করতে কমিশন এখনও সঠিক অবস্থান নেয়নি। কেন বিহারে হঠাৎ তাড়াহুড়ো করে SIR চলছে? নতুন ভোটারের সংখ্যা অস্বাভাবিকভাবে কম কেন?”
সিপিএম সাংসদ জন ব্রিটাস সরাসরি অভিযোগ করেন, “নির্বাচন কমিশন সরকারের বি-টিমে পরিণত হয়েছে। মনে হচ্ছে তারা বিরোধী দলগুলির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে।”
INDIA জোটের নেতারা দাবি করেছেন, নির্বাচন কমিশনের এই ভূমিকা গণতন্ত্রের জন্য বিপজ্জনক। SIR এবং ভোট চুরির অভিযোগ ঘিরে উত্তেজনার মধ্যেই ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইম্পিচমেন্ট নোটিশ জমা দেওয়ার সিদ্ধান্ত নিল ইন্ডিয়া জোট। সোমবার রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গের নেতৃত্বে বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
উল্লেখ্য, নির্বাচন কমিশনের সাম্প্রতিক নিয়ম ও কার্যকলাপ নিয়ে শুর থেকেই তীব্র আপত্তি তুলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, “বিজেপি যা বলছে, কমিশন তাই করছে। ওরা আসলে ভয় পেয়েছে।” তিনি আরও দাবি করেন, “আমাদের দেশ যুক্তরাষ্ট্রীয় শাসনব্যবস্থায় পরিচালিত। নির্বাচিতসরকার বা রাজনৈতিক দল কখনও ক্রীতদাস নয়।” নাম না করে নির্বাচন কমিশনকে বিজেপির প্রচারক বলেও কটাক্ষ করেন তিনি।