বাংলার হক আদায়ের আন্দোলনে সামিল গোটা ‘INDIA’ জোট?

আজ, সোমবার গান্ধী জন্মজয়ন্তীতে রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিস্থলে শ্রদ্ধা জানাতে যাবেন তৃণমূলের সাংসদ ও বাংলার মন্ত্রীরা।

October 2, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: একশো দিনের কাজ, আবাস যোজনা-সহ একাধিক প্রকল্পের বকেয়া পাওনা আদায়ে রাজধানীর বুকে আন্দোলনের ডাক দিয়ে দিল্লি গিয়েছেন বাংলার বঞ্চিত মানুষেরা। মোদী সরকার বিরোধী এই আন্দোলনের কর্মসূচি নিয়েছে বাংলার শাসক দল তৃণমূল। তবে তৃণমূল যে একা নয়, সেই ইঙ্গিতও মিলছে মহাজোট ইন্ডিয়ার শরিকদের থেকে। আজ, সোমবার গান্ধী জন্মজয়ন্তীতে রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিস্থলে শ্রদ্ধা জানাতে যাবেন তৃণমূলের সাংসদ ও বাংলার মন্ত্রীরা। কোটি কোটি টাকা ব্যয়ে তৈরি নতুন সংসদ ভবন, ভারত মণ্ডপম বাংলা থেকে আসা মানুষদের ঘুরিয়ে দেখানো হবে।

আগামীকাল, মঙ্গলবার যন্তরমন্তরে ধর্না-বিক্ষোভ কর্মসূচি রয়েছে তৃণমূলের। অনুমতি না মিললেও ধর্না হবে বলেই খবর মিলেছে। হাজার হাজার বাংলার মানুষ বিক্ষোভে হাজির থাকবেন। সেখানে ‘ইন্ডিয়া’র প্রতিনিধিদেরও হাজির থাকার কথা। গরিব মানুষের টাকা এভাবে আটকে রাখা অন্যায় বলে মন্তব্য করেছেন এআইসিসির সম্পাদক প্রণব ঝা। যন্তরমন্তরের ধর্নায় দিল্লির শাসক দল আম আদমি পার্টির নেতারা অংশ নেবেন বলে জানা গিয়েছে। বাংলার প্রতি মোদী সরকারের বঞ্চনার এই প্রতিবাদ শেষমেশ মোদী সরকার বিরোধী ‘ইন্ডিয়া’ জোটের আন্দোলনে পরিণত হওয়ার পথে? এমনটাই মনে করছেন রাজনৈতিক পর্যাবেক্ষকরা। এই আশঙ্কায় ঘুম উড়েছে বিজেপির।
 

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen