অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি ভারত ও পাকিস্তান, শহরে যান চলাচলে নিয়ন্ত্রণ, অসম সফরে প্রধানমন্ত্রী

December 21, 2025 | < 1 min read
Published by: Raj

 

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ৯.৪০: আজ রবিবার একটি ম্যারাথন-এর আয়োজন করা হয়েছে কলকাতায়। সে কারণে বেশ কিছু রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। রবিবার ভোর থেকে মেয়ো রোড, খিদিরপুর রোড, ডাফরিন রোড, হসপিটাল রোড এবং আউটরাম রোডে সাধারণের গাড়ি চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। রবিবার ভোর ৪টে থেকে দুপুর ১টা পর্যন্ত বিদ্যাসাগর সেতু, খিদিরপুর রোড এবং এজেসি বোস রোডের মতো গুরুত্বপূর্ণ রাস্তায় কোনও মালবাহী গাড়ি ঢুকতে পারবে না।

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি ভারত ও পাকিস্তান। লিগ পর্বের ম্যাচে সহজেই জয় পেয়েছিল বৈভব সূর্যবংশী, আয়ুষ মাত্রেরা। এ বার ফাইনালেও পাকিস্তানকে উড়িয়ে ট্রফি জয়ের সুযোগ তাদের সামনে। দুবাইয়ের ICC অ্যাকাডেমি গ্রাউন্ডে খেলা হবে ম্যাচ। রবিবার ভারতীয় সময় সকাল সাড়ে ১০টা থেকে শুরু হবে ম্যাচ। নজর থাকবে সেই খবরে।

বৃহস্পতিবার রাতে বাংলাদেশের ছাত্রনেতা ওসমান হাদির মৃত্যুর খবরের পরেই উত্তেজনা ছড়ায় ঢাকায়। ময়মনসিংহে এক যুবককে পিটিয়ে খুন এবং দেহ জ্বালিয়ে দেওয়ার অভিযোগ রয়েছে। ঘটনার সমালোচনা করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মুহাম্মদ ইউনূস। আজ সারাদিন নজর থাকবে সেই খবরের দিকে

দু’দিনের অসম সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার অসমে একাধিক কর্মসূচি রয়েছে তাঁর। এ দিন অসমে বেশ কিছু প্রকল্পের উদ্বোধন করবেন তিনি। নামরূপে একটি বিশাল জনসমাবেশেও যোগ দেবেন তিনি।

SIR-এর জন্য হিয়ারিংয়ের নোটিস পাঠানো শুরু করেছে রাজ্যের CEO দপ্তর। আগামী সপ্তাহেই হিয়ারিং শুরু করার কথা রয়েছে। SIR-এর কর্মকাণ্ড কোন পথে? নজর থাকবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen