Ind vs Pak: আজ এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি ভারত-পাক

September 28, 2025 | < 1 min read

Authored By:

Raj Raj

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১১.০০: দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে রবিবার ভারত বনাম পাকিস্তানের (India vs Pakistan) এশিয়া কাপ (Asia Cup) ফাইনালের সমস্ত টিকেট বিক্রি হয়ে গিয়েছে। এই ঐতিহাসিক ম্যাচ দেখতে প্রায় ২৮,০০০ দর্শকের আসন পুরোপুরি পূর্ণ হবে।

এই প্রতিযোগিতার গ্রুপ পর্বে ১৪ই সেপ্টেম্বরের ম্যাচে প্রায় ২০,০০০ দর্শক উপস্থিত ছিলেন। এরপর ২১শে সেপ্টেম্বরের সুপার ফোর ম্যাচে দর্শক সংখ্যা ছিল ১৭,০০০। তবে এবারের ফাইনালে সেই রেকর্ড ভাঙতে চলেছে। যদিও এর আগের ম্যাচগুলোতে স্টেডিয়ামে কিছু ফাঁকা আসন চোখে পড়েছিল, যার কারণ ভারতীয়দের ম্যাচ বয়কট করা। পহেলগাঁও পরবর্তী সময়ে এই ম্যাচ আরও বেশি গুরুত্বপূর্ণ।

১৯৮৪ সালে প্রথম এশিয়া কাপ শুরু হওয়ার ৪১ বছর পর এই প্রথম ফাইনালে ভারত ও পাকিস্তান একসঙ্গে জায়গা করে নিয়েছে। কিন্তু ক্রিকেটের বাইরেও এই ম্যাচগুলো আলোচিত হয়েছে রাজনৈতিক উত্তাপের কারণে। হ্যান্ডশেক বিতর্ক, মাঠে উত্তপ্ত বাকবিতণ্ডা এবং পাকিস্তানের পক্ষ থেকে বিভিন্ন প্ররোচনামূলক অঙ্গভঙ্গি ম্যাচকে প্রভাবিত করেছে।

স্পষ্টই, রবিবারের এই ফাইনাল শুধু আরেকটি ভারত-পাকিস্তান ম্যাচ নয়। ভারত সরকারের পরামর্শ মেনে পাকিস্তান দলের সাথে হ্যান্ডশেক না করাকেই এই উত্তাপের শুরু হিসেবে ধরা হয়, যা পরে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের শুনানি এবং উভয় পক্ষের উপর আর্থিক জরিমানার মতো ঘটনার দিকে এগিয়েছে। তাই মাঠের খেলার পাশাপাশি মাঠের বাইরের এই প্রেক্ষাপটই এই ফাইনালকে করে তুলেছে আরও বেশি গুরুত্বপূর্ণ।

TwitterFacebookWhatsAppEmailShare

ফলো করুন :

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen