ODI সিরিজ়ের শেষ ম্যাচে মুখোমুখি ভারত ও দক্ষিণ আফ্রিকা, তৃণমূলের সম্প্রীতি দিবসের কর্মসূচি, আম্বেদকরের মৃত্যুবার্ষিকীতে পালিত হবে ‘মহাপরিনির্বাণ দিবস’

December 6, 2025 | < 1 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০৯:০০: ODI সিরিজ়ের শেষ ম্যাচে খেলতে নামছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। বিশাখাপত্তনমে এই স্টেডিয়ামে যেই দল জিতবে তারা সিরিজ় জিতবে। বর্তমানে সিরিজ়ের ফল ১-১। দুপুর দেড়টা থেকে শুরু হবে ম্যাচ।

শনিবার বেলা ১২টা থেকে রাজ্যের সমস্ত DEO, ERO ও পর্যবেক্ষককে নিয়ে ভিডিয়ো কনফারেন্সিং-এর মাধ্যমে বৈঠকে বসবেন রাজ্যের সিইও মনোজকুমার আগরওয়াল-সহ রাজ্যের সিইও দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা।

৬ ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংসের দিনকে মনে রেখে তৃণমূল প্রতি বছর সম্প্রীতি দিবস পালন করে। আজ সেই উপলক্ষে কলকাতার ধর্মতলায় তৃণমূলের ছাত্র ও যুব সংগঠনের উদ্যোগে এক সভার আয়োজন করা হয়েছে। সেখানে হাজির হয়ে সম্প্রীতির বার্তা দেওয়ার পাশাপাশি বিজেপি ও কেন্দ্রীয় সরকারকে আক্রমণ শানাতে পারেন তৃণমূল নেতৃত্ব।

ডঃ ভীমরাও রামজি আম্বেদকরের মৃত্যুবার্ষিকীতে গোটা দেশ জুড়ে পালিত হবে ‘মহাপরিনির্বাণ দিবস’। ভারতের সামাজিক ন্যায়বিচার, সমতা এবং প্রান্তিক সম্প্রদায়ের উন্নয়নের জন্য তাঁর আবেদনের কথা স্মরণ করেই এই দিন পালন করা হয়।

আজ আবার রয়েছে বাংলার খেলা। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে বাংলার সামনে পুদুচেরি। আগের ম্যাচে ৪ উইকেট নিয়েছিলেন মহম্মদ শামি। আবার কি জ্বলে উঠবেন তিনি? ব্যাট হাতে দেখা যাবে বৈভব সূর্যবংশীকে। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে বৈভবের বিহারের বিরুদ্ধে এ বার হয়াদরাবাদ। খেলা সল্টলেকের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠে। আগের পাঁচটি ম্যাচেই হেরেছে বিহার। আজকের পর আর একটিই ম্যাচ বাকি থাকবে তাদের। খেলা দুপুর ১২:৪০ থেকে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen