ঢাকায় আজ মর্যাদার লড়াই, এশিয়ান কাপ বাছাইয়ে আজ মুখোমুখি ভারত–বাংলাদেশ

আজকের ম্যাচে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন অস্ট্রেলিয়াতে-জন্ম ভারতীয় বংশোদ্ভূত ফুটবলার রায়ান উইলিয়ামস, যিনি সদ্য ভারতীয় পাসপোর্ট পেয়েছেন। তিনি দলের সঙ্গে ভ্রমণ করেছেন, তবে তার মাঠে নামা নির্ভর করবে ফুটবল অস্ট্রেলিয়ার এনওসি এবং পরবর্তী ফিফা-এএফসি অনুমোদনের উপর। যদিও সূত্র মারফত খবর তিনি অস্টেলিয়ার তরফে এনওসি পেয়ে গিয়েছেন।
এটি দুই দলের ৩০তম মুখোমুখি লড়াই, যেখানে ভারত এগিয়ে ১৪-৪ ব্যবধানে। দীর্ঘ ২২ বছর পর বাংলাদেশের মাটিতে খেলতে নামছে ভারত—শেষবার ২০০৩ সালের সাফ গোল্ড কাপে একই ভেন্যুতে ২-১ গোলে জিতেছিল ভারত।
ভারতের নতুন কোচ খালিদ জামিল ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে জানালেন, “বাংলাদেশ ভালো দল। আমরা মাথা ঠান্ডা রেখে খেলে এই ম্যাচ থেকে ইতিবাচক ফল চাই।” এই ম্যাচে জোর দেওয়া হচ্ছে তরুণদের ওপর—সাহিল, ঋতিক তিওয়ারি, পরমভীর, লালরেমতলুঙ্গা ফানাই, সানান, বিকাশ সবারই বয়স কম। আজকের ম্যাচে তাদের সম্ভাব্য অভিষেক হতে পারে।
ঢাকায় প্রস্তুতি হিসেবে ইতি মধ্যে দুটি ট্রেনিং সেশন সারেছে ভারত। অন্যদিকে, বাংলাদেশ সদ্য নেপালের বিরুদ্ধে ২-২ ড্র করেছে, যেখানে দুই গোল করেন হামজা চৌধুরি। তবে ভারত প্রতিপক্ষকে সামগ্রিকভাবে বিশ্লেষণ করে এগোতে চাইছে, কোনো নির্দিষ্ট তারকার দিকে আলাদা নজর নয়।