ঢাকায় আজ মর্যাদার লড়াই, এশিয়ান কাপ বাছাইয়ে আজ মুখোমুখি ভারত–বাংলাদেশ

November 18, 2025 | 2 min read
Published by: Ritam
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:১০: অপ্রাসঙ্গিক হয়ে পড়া এএফসি এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে ঢাকার জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশর বিরুদ্ধে নামবে ভারত। আগেই সমাপ্ত হয়েছে ভারতের এএফসি এশিয়ান কাপে যোগ্যতা অর্জনের যাত্রা—১৪ অক্টোবর গোয়ায় ১-০ লিড নষ্ট করে সিঙ্গাপুরের কাছে ১-২ হারের পর চার ম্যাচে মাত্র দুই পয়েন্টেই আটকে যায় ব্লু টাইগার্স। বাকি ম্যাচ জিতলেও ভারতের সর্বোচ্চ পয়েন্ট হতে পারে আট, যা সিঙ্গাপুর ও হংকং আগেই ছুঁয়ে ফেলেছে এবং আরও এগিয়ে যাবে নিশ্চিতভাবেই। দুটি দলেরই পয়েন্ট সমান হলেও লক্ষ্য এখন গ্রুপে সম্মান বজায় রাখা এবং ফিফা র‌্যাঙ্কিংয়ে উন্নতি।

আজকের ম্যাচে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন অস্ট্রেলিয়াতে-জন্ম ভারতীয় বংশোদ্ভূত ফুটবলার রায়ান উইলিয়ামস, যিনি সদ্য ভারতীয় পাসপোর্ট পেয়েছেন। তিনি দলের সঙ্গে ভ্রমণ করেছেন, তবে তার মাঠে নামা নির্ভর করবে ফুটবল অস্ট্রেলিয়ার এনওসি এবং পরবর্তী ফিফা-এএফসি অনুমোদনের উপর। যদিও সূত্র মারফত খবর তিনি অস্টেলিয়ার তরফে এনওসি পেয়ে গিয়েছেন।

এটি দুই দলের ৩০তম মুখোমুখি লড়াই, যেখানে ভারত এগিয়ে ১৪-৪ ব্যবধানে। দীর্ঘ ২২ বছর পর বাংলাদেশের মাটিতে খেলতে নামছে ভারত—শেষবার ২০০৩ সালের সাফ গোল্ড কাপে একই ভেন্যুতে ২-১ গোলে জিতেছিল ভারত।

ভারতের নতুন কোচ খালিদ জামিল ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে জানালেন, “বাংলাদেশ ভালো দল। আমরা মাথা ঠান্ডা রেখে খেলে এই ম্যাচ থেকে ইতিবাচক ফল চাই।” এই ম্যাচে জোর দেওয়া হচ্ছে তরুণদের ওপর—সাহিল, ঋতিক তিওয়ারি, পরমভীর, লালরেমতলুঙ্গা ফানাই, সানান, বিকাশ সবারই বয়স কম। আজকের ম্যাচে তাদের সম্ভাব্য অভিষেক হতে পারে।

ঢাকায় প্রস্তুতি হিসেবে ইতি মধ্যে দুটি ট্রেনিং সেশন সারেছে ভারত। অন্যদিকে, বাংলাদেশ সদ্য নেপালের বিরুদ্ধে ২-২ ড্র করেছে, যেখানে দুই গোল করেন হামজা চৌধুরি। তবে ভারত প্রতিপক্ষকে সামগ্রিকভাবে বিশ্লেষণ করে এগোতে চাইছে, কোনো নির্দিষ্ট তারকার দিকে আলাদা নজর নয়।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen