আর্জেন্টিনাকে হারিয়ে জুনিয়র হকি বিশ্বকাপে ব্রোঞ্জ জয় ভারতের

December 11, 2025 | < 1 min read
Published by: Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২:৪০: বুধবার ইতিহাস গড়ল ভারতের জুনিয়র হকি দল। চেন্নাইয়ের মেয়র রাধাকৃষ্ণন হকি স্টেডিয়ামে আর্জেন্টিনাকে ৪-২ ব্যবধানে হারিয়ে ২০২৫ মেন’স এফআইএইচ হকি জুনিয়র বিশ্বকাপের ব্রোঞ্জ জিতে নিল ভারত। টানা দু’বার চতুর্থ স্থানে শেষ করার পর এ বার পোডিয়ামে ফেরার স্বপ্ন পূরণ হলো এক দুর্দান্ত কামব্যাকের মধ্যে দিয়ে।

ম্যাচের শুরুটা একেবারেই ভারতের মতো ছিল না। প্রথম কোয়ার্টারে আর্জেন্টিনা বল দখল করে খেলা নিয়ন্ত্রণ করে এবং তৃতীয় মিনিটেই নিকোলাস রদ্রিগেজের পেনাল্টি কর্নার থেকে গোল। সুযোগ তেমন তৈরি করতে পারেনি ভারত, কেবল ২০তম মিনিটে দিলরাজ সিংহের শটটি ছিল উল্লেখযোগ্য, যা রুখে দেন প্রতিপক্ষ গোলকিপার।

বিরতির পর ভারত ধারাবাহিক পেনাল্টি কর্নার পেলেও কাজে লাগাতে পারেনি। উলটোদিকে, ৪৪তম মিনিটে সান্তিয়াগো ফার্নান্দেজের স্ট্রাইক আর্জেন্টিনাকে ২-০ এগিয়ে দেয়। কিন্তু সেখান থেকেই ভারতের পাল্টা ম্যাচে ফেরার যাত্রা শুরু হয়।

শেষ কোয়ার্টারে শুরু হয় ভারতের প্রত্যাবর্তনের গল্প। ৪৯তম মিনিটে অনমোল এক্কার ফ্লিকে সামান্য টাচ দিয়ে গোল করেন অঙ্কিত পাল। চার মিনিট পর আরও এক দারুণ ডিফ্লেকশনে সমতা ফেরান মনমীত সিংহ। গতি তখন ভারতের পক্ষেই—৫৭তম মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে শারদানন্দ তিওয়ারির নিখুঁত শট দলকে এগিয়ে দেয়। এরপর ৫৮তম মিনিটে অনমোল এক্কার ঝলক—আবারও এক চমৎকার পেনাল্টি কর্নার রুটিনে গোল করে জয় নিশ্চিত করেন তিনি।

শেষ মুহূর্তের এই টানা একের পর এক গোল ভারতের ব্রোঞ্জ নিশ্চিত করে। এই জয় দেশের জুনিয়র হকির ভবিষ্যতের জন্য বড় বার্তা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen