এক ম্যাচ বাকি থাকতেই টি-২০ সিরিজ জিতল সূর্যের ভারত
আজ রায়পুরের স্টেডিয়ামে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে চতুর্থ টি ২০ ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ রায়পুরের স্টেডিয়ামে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে চতুর্থ টি ২০ ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। টসে জিতে ফিল্ডিং নেয় অস্ট্রেলিয়া।
ভারত শুরুটা ভালোই করে ব্যাটিং করতে নেমে। প্রথম উইকেটে ৫০ রান ওঠার পর হার্ডির বলে আউট হন যশস্বী ৩৭ রান করে। ভারতের হয়ে সর্বোচ্চ রান ৪৬ রান করে রিঙ্কু সিং। রুতুরাজ করেন ৩২ রান। জিতেশ শর্মা করেন ৩৫ রান। অস্ট্রেলিয়ার হয়ে ৩টি উইকেট নেন Ben Dwarshuis, ২টি করে উইকেট নেন Jason Behrendorff ও সাংঘা। একটি উইকেট নেন হার্ডি। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৭৪ রান করে ভারত।
ব্যাট করতে নেমে ৪০ রান দ্রুত তোলার পর ৩টি উইকেট তাড়াতাড়ি হারিয়ে ফেলে। বিশ্বকাপে ম্যান অফ দা ম্যাচ ট্রেভিস হেড ১৬ বলে ৩১ রান করে আউট হন। কিছুটা লড়াই করার চেষ্টা করেন টিম ডেভিড, আউট হন ১৯ রানে। ম্যাথিউ শর্ট কিছু আউট হন ২২ রানে। ভারতের হয়ে ৩টি উইকেট নেন অক্ষর প্যাটেল, দুটি উইকেট নেন দীপক চাহার, ১টি করে উইকেট নেন বিষ্ণই ও আবেশ। নির্ধারিত ২০ ওভারে মাত্র ১৫৪ রান তুলতে সক্ষম হয় অস্ট্রেলিয়া। ভারত জিতল ২০ রানে সঙ্গে এক ম্যাচ বাকি থাকতে সিরিজও জিতে নিল।