পাকিস্তানকে ৪ গোল, Asian Champions Trophy-র সেমিফাইনালে ভারত
ম্যাচের সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার জেতেন বিবেক সাগর প্রসাদ।
August 9, 2023
|
< 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকির সেমিফাইনালের লিগের শেষ রাউন্ডের ম্যাচে প্রতিপক্ষ পাকিস্তানকে ৮-০ ওলে হারিয়ে দিল হরমনপ্ৰিতরা। ভারত আগেই সেমিফাইনালে পৌঁছে গেছিল কিন্তু ম্যাচটি পাকিস্তানের কাছে গুরুত্বপূর্ণ ছিল কারণ, এই ম্যাচের ফলাফলের উপরেই নির্ভর করছিল তাদের সেমিফাইনালে ওঠা। ভারতের কাছে বড় ব্যবধানে হেরে শেষমেশ টুর্নামেন্টে শেষ চারের দৌড় থেকে ছিটকে গেল তারা।
ম্যাচের সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার জেতেন বিবেক সাগর প্রসাদ। ২টি গোল করার সুবাদে হিরো অফ ম্যাচ নির্বাচিত হন ভারতের ক্যাপ্টেন হরমনপ্রীত সিং। চারটি কোয়ার্টারেই গোল পেল ভারত। প্রথম তিনটি গোল আসে পেনাল্টি কর্নার থেকে। বাকি দুটি গোল করেন যুগরাজ সিং এবং মনদীপ সিং।