CAFA Nations Cup এ আজ অভিযান শুরু করছে ভারত, সামনে শক্তিশালী প্রতিপক্ষ তাজিকিস্তান
ম্যাচটি অনুষ্ঠিত হবে শুক্রবার, তাজিকিস্তানের হিসোর শহরের ঐতিহ্যবাহী হিসোর সেন্ট্রাল স্টেডিয়ামে।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২:২৫: প্রথমবারের মতো সিএএফএ নেশনস কাপ (CAFA Nations Cup 2025)-এ অংশ নিতে নামছে ব্লু টাইগার্সরা। উদ্বোধনী ম্যাচে ভারতের প্রতিপক্ষ আয়োজক তাজিকিস্তান। ম্যাচটি অনুষ্ঠিত হবে শুক্রবার, তাজিকিস্তানের হিসোর শহরের ঐতিহ্যবাহী হিসোর সেন্ট্রাল স্টেডিয়ামে।
ভারত রয়েছে গ্রুপ বি-তে। তাজিকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচের পর ১ সেপ্টেম্বর মুখোমুখি হবে এশিয়ার শক্তিশালী দেশ ইরান, আর ৪ সেপ্টেম্বর প্রতিদ্বন্দ্বী আফগানিস্তানের বিরুদ্ধে নামবে ভারত। অন্যদিকে, গ্রুপ এ-তে রয়েছে উজবেকিস্তান, কিরগিজ রিপাবলিক, তুর্কমেনিস্তান ও ওমান। প্রতিটি গ্রুপের প্রথম দল যাবে ফাইনালে, আর গ্রুপের দ্বিতীয় স্থানে থাকা দুই দল লড়বে প্রতিযোগিতার তৃতীয় স্থানের অধিকারের জন্য। এই দুই গুরুত্বপূর্ণ ম্যাচই হবে ৮ সেপ্টেম্বর।
ভারতীয় দলের নবনিযুক্ত হেড কোচ খালিদ জামিল জানিয়েছেন, “এই প্রতিযোগিতার আগে বেঙ্গালুরুতে দশ দিনের প্রস্তুতি শিবিরেদলের খেলোয়াড়রা বেশ ভালো ভাবেই ঘাম ঝরিয়েছেন। তাঁর কথায়, “আমাদের প্রস্তুতি ভালো হয়েছে। ছেলেরা কঠোর পরিশ্রম করেছে। এই টুর্নামেন্টে অংশগ্রহণ করাটা আমাদের জন্য আনন্দের।”
তাজিকিস্তান (ফিফা র্যাঙ্কিং ১০৬)-এর শক্তি সম্পর্কে ওয়াকিবহাল কোচ জামিল, তবে তাঁর মতে ভারতীয়দের নিজেদের খেলাতেই মন দিতে হবে। “হ্যাঁ, আমরা জানি তাজিকিস্তান শক্তিশালী প্রতিপক্ষ। কিন্তু আমাদের নিজের খেলায় ফোকাস করতে হবে। মানসিকভাবে দৃঢ় থাকতে হবে। দলগতভাবে খেলতে হবে এবং প্রতিটি ম্যাচে উন্নতি করতে হবে।”
তিনি আরও বলেন,“বাইরের দেশে খেলতে নামা সহজ নয়, বিশেষত ভালো দলের বিপক্ষে। তবে আমাদের একটাই লক্ষ্য থাকতে হবে ইতিবাচক ফলাফল। প্রতিটি খেলোয়াড়কে দায়িত্ব নিতে হবে। আমি বিশ্বাস করি দল প্রস্তুত।”
ভারত এবং তাজিকিস্তান এখন পর্যন্ত পাঁচবার মুখোমুখি হয়েছে। এর মধ্যে তিনবার জয় পেয়েছে তাজিকিস্তান। ভারতের একমাত্র জয় এসেছিল ২০০৮ সালের এএফসি চ্যালেঞ্জ কাপের ফাইনালে, যেখানে ব্লু টাইগার্স ৪-১ ব্যবধানে হারিয়েছিল পারসিয়ান লায়ন্সদের। তবে সেই সাফল্য আজ থেকে ১৮ বছর আগেকার। বর্তমানে মধ্য এশিয়ার এই দেশটি অনেক বেশি গোছানো ও শক্তিশালী প্রতিপক্ষ।