হকি বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচেও ড্র ভারতের, চিনের বিরুদ্ধে ত্রাতা বন্দনাই

ম্যাচের ২৫ তম মিনিটেই লিড নেয় চিন।

July 6, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi
ছবি সৌজন্যে: Sportstar

মহিলা হকি বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচেও ড্র করল ভারতীয় দল। প্রথম ম্যাচে ইংল্যান্ড দলের বিরুদ্ধে পিছিয়ে থেকেও প্রচণ্ড লড়াই করে ড্র করেছিল ভারতীয় দল। দ্বিতীয় ম্যাচেও চিনের বিরুদ্ধে বদলাল না সেই ছবি। প্রথমে পিছিয়ে পড়ে সেই বন্দনা কাটারিয়ার করা গোলে পরাজয় থেকে বাঁচল ভারতীয় দল।

কয়েক মাস আগেই এফআইএইচ আয়োজিত প্রো হকি লিগের প্রথম লেগে চিনকে ভারত হারিয়েছিল ৭-১ গোলে।দ্বিতীয় লেগেও ভারত জিতেছিল ২-১ ফলে। সেই কারণেই আশা করা হচ্ছিল মহিলা হকি বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে চিনের বিরুদ্ধে জয় পাবে ভারতীয় দল। কিন্তু সেই আশা পূরণ করতে ব্যর্থ ভারত।

ম্যাচের ২৫ তম মিনিটেই লিড নেয় চিন। ঝ্যাঙ জিয়ালির গোলে এগিয়ে যায় তারা। ভারতীয় ডিফেন্সের ভুলের সুযোগ নিয়ে সবিতাকে পরাস্ত করেন জিয়ালি। বিরতিতে যাওয়ার সময় ১-০ ফলে পিছিয়ে ছিল ভারতীয় দল। খেলার ৪৫ তম মিনিটে ভারতের হয়ে গোল শোধ করেন বন্দনা কাটারিয়া। এরপর কোনও দলই আর গোল করতে পারেনি। ফলে খেলা শেষ হয় ১-১ ফলে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen