অস্ট্রেলিয়ার মাটিতে বজ্র-বৃষ্টির মাঝেই ভারতের জয়ধ্বনি, ২-১ ব্যবধানে সিরিজ জয়

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৭:৩০: অস্ট্রেলিয়ার গাব্বায় এমন দৃশ্য বিরল। বৃষ্টি বা ঝড় নয়, প্রবল বজ্রপাতের জেরে থমকে গেল পঞ্চম টি-২০ ম্যাচ। আকাশে ঘনঘন বিদ্যুৎ চমক, কানে তালা লাগানো গর্জন—সব মিলিয়ে ক্রিকেটারদের নিরাপত্তার জন্য খেলা স্থগিত রাখতে বাধ্য হন আম্পায়াররা। শেষ পর্যন্ত আর মাঠে নামা সম্ভব হয়নি, ফলে ম্যাচটি বাতিল ঘোষণা করা হয়।
এর সঙ্গে নিশ্চিত হয়ে গেল ভারতের সিরিজ জয়। পাঁচ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে জিতে নিল টিম ইন্ডিয়া। ওয়ানডে সিরিজে হারের পর এই জয় মধুর প্রতিশোধেরই ইঙ্গিত দিল। এদিন টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করেছিল ভারত। ৪ ওভার ৫ বলেই বিনা উইকেটে ৫২ রান তুলে ফেলেছিলেন ওপেনাররা। রিঙ্কু সিংকে একাদশে ফিরিয়ে দেওয়া হয়েছিল, বিশ্রাম পেয়েছিলেন তিলক বর্মা।
খেলা বন্ধ হওয়ার পর স্টেডিয়ামে বজ্রপাতের সতর্কবার্তা দেওয়া হয়। দর্শকদের নিরাপদ জায়গায় আশ্রয় নিতে বলা হয়। এরপর শুরু হয় বৃষ্টি, যা থেমে থেমে চলতে থাকায় খেলা আর শুরু করা যায়নি।
সিরিজে অসাধারণ পারফরম্যান্সের জন্য টুর্নামেন্ট সেরার পুরস্কার জিতেছেন অভিষেক শর্মা। একই দিনে টি-২০ কেরিয়ারে হাজার রানের মাইলফলক ছুঁয়ে ফেলেন তিনি—বিরাট কোহলির পর দ্বিতীয় দ্রুততম ভারতীয় হিসেবে।