INDIA Dinner Meet: মমতার অভিযোগই সত্য! ‘ভোট চুরি’র অভিযোগে নির্বাচন কমিশনের বিরুদ্ধে দেশজুড়ে আন্দোলনে রাহুল, অভিষেকরা INDIA Dinner Meet
INDIA Dinner Meet: মমতার অভিযোগই সত্য! ‘ভোট চুরি’র অভিযোগে নির্বাচন কমিশনের বিরুদ্ধে দেশজুড়ে আন্দোলনে রাহুল, অভিষেকরাINDIA Dinner Meet

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২১ : ৫৫: আজ, বৃহস্পতিবার সন্ধ্যায় দিল্লিতে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বাসভবনে নৈশভোজে সামিল হন ইন্ডিয়া জোটের (INDIA Bloc) নেতারা। সূত্রের খবর, সেখানে নির্বাচন কমিশনের ‘ভোট চুরি’ নিয়ে তথ্য পেশ করেন রাহুল। প্রসঙ্গত, গত ১৬ জুলাই বাংলার মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, নির্বাচন কমিশনের সাহায্য নিয়েই ভোট চুরি করে বিজেপি মহারাষ্ট্র, দিল্লিতে জিতেছেন। সেই তথ্যেই আজ রাহুল গান্ধী গোটা দেশের সামনে তুলে ধরেছেন। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগই সত্যি প্রমাণিত হল। তাঁর বাতলে দেওয়া পথেই আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন রাহুল, অভিষেকরা।
সূত্রের খবর, আজকের নৈশভোজে উপস্থিত ছিলেন, কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী, রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খড়গে, সাংসদ প্রিয়ঙ্কা গান্ধী, এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ার, তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, আরজেডি নেতা তেজস্বী যাদব, শিবসেনার নেতা উদ্ধব ঠাকরে, ন্যাশনাল কনফারেন্স প্রেসিডেন্ট ফারুক আব্দুল্লা, সিপিআইএমের সাধারণ সম্পাদক এমএ বেবি, সিপিআই-এমএল নেতা দীপঙ্কর ভট্টাচার্য, সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব, ডিএমকে সাংসদ তিরুচি শিবা, কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া, রাজ্যসভার সাংসদ কমল হাসান প্রমুখ। প্রায় ২৪টি দলের নেতারা উপস্থিত ছিলেন।
সূত্র মারফত জানা যাচ্ছে, উপরাষ্ট্রপতি নির্বাচনের পদপ্রার্থী তথ্য কোনও আলোচনা হয়নি আজকের নৈশভোজ-বৈঠকে। নির্বাচন কমিশনের ‘ভোট চুরি’র বিরুদ্ধে দেশজুড়ে গণ আন্দোলনের রণকৌশল সাজিয়েছেন ইন্ডিয়া জোটের নেতারা।
সিপিআই-র সাধারণ সম্পাদক ডি রাজা বলেন, “আগামী ১১ই আগস্ট, ইন্ডিয়া ব্লকের সাংসদরা সংসদ থেকে নির্বাচন কমিশন পর্যন্ত পদযাত্রা করবেন। রাহুল গান্ধীর ডাকা ইন্ডিয়া জোটের নেতাদের প্রথম বৈঠক। আজকের বৈঠকটি ছিল অত্যন্ত অর্থবহ। বৈঠকে SIR, নির্বাচন কমিশন কীভাবে কাজ করছে, ভোটার তালিকাভুক্তির ক্ষেত্রে কী ভুল কাজ হচ্ছে এসব বিষয় উত্থাপিত হয়েছে। আজ বিহারে যা ঘটছে তা দেশের যে কোনও জায়গায় ঘটতে পারে। সুতরাং, এটি একটি গুরুতর বিষয়, এই মুহূর্তে আমাদের গণতন্ত্র চ্যালেঞ্জের মুখে।” কংগ্রেস সাংসদ গৌরব গগৈ জানান, “বৈঠক ইতিবাচক হয়েছে।” এখন দেখার, নির্বাচন কমিশনের বিরুদ্ধে কীভাবে আন্দোলনের নীলনকশা সাজান বিরোধী শিবিরের নেতারা।