আন্দামানে প্রাকৃতিক গ্যাসের বিপুল ভাণ্ডারের খোঁজ পেল ভারত

September 28, 2025 | < 1 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:৩০: অয়েল ইন্ডিয়া লিমিটেড (OIL) আন্দামান দ্বীপপুঞ্জের উপকূলে প্রাকৃতিক গ্যাসের সন্ধান পেয়েছে। রাষ্ট্রায়ত্ত সংস্থাটি জানিয়েছে, আন্দামান সাগরে অনুসন্ধানের দ্বিতীয় কূপ বিজয়পুরম-২-এ প্রাথমিক পরীক্ষায় গ্যাসের উপস্থিতি নিশ্চিত হয়েছে। তবে সংস্থার পক্ষ থেকে মজুত গ্যাসের পরিমাণ সম্পর্কে এখনও কোনও হিসেব প্রকাশ করা হয়নি।

সংস্থার বিবৃতিতে জানানো হয়েছে, পরীক্ষামূলক উৎপাদনের সময় অন্তর্বর্তী প্রবাহ থেকে সংগৃহীত নমুনার বিশ্লেষণে স্পষ্ট হয়েছে যে সেখানে প্রাকৃতিক গ্যাস (Natural Gas) রয়েছে। পাশাপাশি গ্যাসের উৎপত্তি বোঝার জন্য বর্তমানে গ্যাস আইসোটোপ সম্বন্ধীয় আরও গবেষণা চলছে।

আন্দামান সাগরে কয়েক বছর ধরেই অয়েল ইন্ডিয়া ও অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন (ONGC) মিলে হাইড্রোকার্বন খোঁজার কাজ করছে। লক্ষ্য একটাই, দেশের প্রায় ৮৮ শতাংশ তেলের আমদানি-নির্ভরতা এবং প্রায় অর্ধেক প্রাকৃতিক গ্যাসের আমদানি হ্রাস করা। এ বছরের মার্চ মাসে ওএনজিসি আন্দামান উপকূলে অতিগভীর জলে খনন শুরু করেছিল, যদিও সেই অনুসন্ধানের ফলাফল এখনও প্রকাশ করা হয়নি।

কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হারদীপ সিং পুরী (Hardeep Singh Puri) সোশ্যাল মিডিয়ায় জানান, আন্দামানের পূর্ব উপকূল থেকে প্রায় সাড়ে নয় নটিক্যাল মাইল অর্থাৎ সতেরো কিলোমিটার দূরে, জলস্তর থেকে ২৯৫ মিটার গভীরতায় এবং ২৬৫০ মিটার গভীরতায় এই কূপ খনন করা হয়েছিল। এখানেই প্রাকৃতিক গ্যাসের সন্ধান মিলেছে, যা ভারতের জ্বালানি নিরাপত্তার পথে এক নতুন সম্ভাবনা তৈরি করেছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen