আড়াই মাস পর আবারও ভারতকে শুল্ক চাপ মোদীর বন্ধু ট্রাম্পের
এবার তা এক ধাক্কায় বাড়িয়ে তা ৫০ শতাংশ করার বার্তা দিয়েছেন ট্রাম্প। আগামী ৪ জুন থেকে (বুধবার) এই নিয়ম কার্যকর হবে।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:৩৭: আবার ভারতের ওপর শুল্ক চাপ আমেরিকার। গত ১৫ ফেব্রুয়ারি অ্যালুমিনিয়াম পণ্যের উপর ২৫ শতাংশ আমদানি শুল্ক বসানোর ঘোষণা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ঠিক আড়াই মাসের মাথাতেই আবার ইস্পাত ও অ্যালুমিনিয়ামের আমদানি শুল্কবৃদ্ধি ঘোষণা করলেন তিনি। এবার তা এক ধাক্কায় বাড়িয়ে তা ৫০ শতাংশ করার বার্তা দিয়েছেন ট্রাম্প। আগামী ৪ জুন থেকে (বুধবার) এই নিয়ম কার্যকর হবে।
উল্লেখ্য, শুক্রবার পেনসিলভেনিয়ার পিটসবার্গে এক সমাবেশে ট্রাম্প বলেন, ‘‘এই সিদ্ধান্ত মার্কিন ইস্পাত শিল্পকে পুনরুজ্জীবিত করবে। চিনের উপর নির্ভরতা কমাবে এবং জাতীয় নিরাপত্তাকে মজবুত করবে। ওই এলাকায় ইস্পাত উৎপাদনে বিনিয়োগ করা হবে ১৪০০ কোটি ডলার (প্রায় ১ লক্ষ ২০ হাজার কোটি টাকা)।’’
এই পদক্ষেপ পরোক্ষভাবে প্রভাব ফেলতে পারে ভারতীয় ইস্পাত নির্মাতাদের উপর। ২০২৫ অর্থবর্ষে ভারতের স্টিল আমদানি ৯.২ শতাংশ বেড়ে ১০.৫ মিলিয়ন টনে দাঁড়িয়েছে। যেখানে রফতানি ২৭ শতাংশ কমে ৬.৩ মিলিয়ন টনে দাঁড়িয়েছে – যা ভারতকে টানা দ্বিতীয় বছরের জন্য নিট আমদানিকারক করে তুলেছে।
২০২৫ সালের জানুয়ারিতে ট্রাম্প ক্ষমতায় ফিরে আসার পর থেকে, মার্কিন স্টিলের দাম ইতিমধ্যেই ১৬ শতাংশ বেড়েছে। যদিও আমেরিকা তার ইস্পাতের বেশিরভাগ নিজেরা উৎপাদন করে, তবুও কানাডা, ব্রাজিল, মেক্সিকো, দক্ষিণ কোরিয়া ও কিছুটা হলেও ভারত থেকে আমদানি করে। এই শুল্ক আরোপ হলে সমস্যায় পড়বে ভারত।
মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের স্টিল রপ্তানির পরিমাণ: ২০২৫ অর্থবর্ষে (এপ্রিল ২০২৪-মার্চ ২০২৫) মার্কিন যুক্তরাষ্ট্রে ৪,৯৮৪ কোটি টাকার লোহা এবং স্টিল রপ্তানি করেছে ভারত, যা গতবছরের তুলনায় ২৬.৭ শতাংশ বেশি। মোট রপ্তানির পরিমাণ ২৬,৩৮৬ কোটি টাকায় পৌঁছেছে, যা গত বছরের থেকে ১৪.১ শতাংশ বেশি। পরিসংখ্যান অনুযায়ী, মিলিতভাবে ইস্পাত এবং ইস্পাত পণ্য এখন মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের ষষ্ঠ বৃহত্তম রপ্তানি সেগমেন্ট।