মিজোরামের ফ্রাঙ্কি দেশের প্রথম ‘জেন বিটা’ শিশু

নতুন বছরকে স্বাগত জানিয়ে যখন গোটা বিশ্ব মেতে উঠেছে সেই সময়ে মিজোরামের আইজলের সিনড হাসপাতালে ১২.০৩ নাগাদ জন্ম নিয়েছে এই শিশু।

January 6, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: দেশের প্রথম ‘জেনারেশন বিটা’ বা সংক্ষেপে ‘জেন বিটা’ শিশুর জন্ম হল মিজোরামের রাজধানী আইজলের একটি হাসপাতালে। গত ১ জানুয়ারি রাত ১২.০৩ মিনিটে জন্ম হয় ওই শিশুর। নতুন বছরকে স্বাগত জানিয়ে যখন গোটা বিশ্ব মেতে উঠেছে সেই সময়ে মিজোরামের আইজলের সিনড হাসপাতালে ১২.০৩ নাগাদ জন্ম নিয়েছে এই শিশু। নাম ফ্রাঙ্কি রেমরুতদিকা জাদেং।

এখন বিভিন্ন প্রজন্মের সময়কালের নামকরণ করা হচ্ছে। ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে যেসব শিশু জন্মগ্রহণ করছে তারা ‘জেন বিটা’ প্রজন্মের। চলতি বছর থেকে ২০৩৯ সালের মধ্যে যেসব যাদের জন্ম হবে, তারা হল ‘জেন বিটা’। ২০৩৫ সালে বিশ্বের মোট জনসংখ্যার ১৬ শতাংশ হবে এই প্রজন্ম। গবেষক মার্ক ম্যাকক্রিন্ডেল এমনই অভিমত প্রকাশ করেছেন। এই মার্কই আলফা প্রজন্মের নামকরণ করেছিলেন। ২০১০ থেকে শুরু করে ২০২৪ পর্যন্ত ১৫ বছরে যে সব শিশুরা জন্মগ্রহণ করেছে, তারা ‘জেন আলফা’। আর আগে ১৯৯৭ থেকে ২০০৯ পর্যন্ত জন্ম হওয়া শিশুরা ‘জেন জি’ নামে পরিচিত।

আইজলের খাটলার বাসিন্দা রামজিরমাউই এবং জেডডি রেমরুতসাঙ্গার পুত্র ফ্রাঙ্কি। তাঁদের এক কন্যা সন্তানও রয়েছে। হাসপাতাল সূত্রে খবর, জন্মানোর সময়ে ফ্র্যাঙ্কির ওজন ছিল ৩.১২ কেজি এবং সে একদম সুস্থই রয়েছে। কোনও রকম জটিলতা নেই তার মধ্যে। স্বাভাবিকভাবেই নিজেদের পুত্র সন্তানকে নিয়ে খুশি দম্পতি। আরও বেশি খুশি তাঁদের ছেলে জেনারেশন বিটা-র প্রথম জন্মানো শিশু বলে। বিশ্বের নিরিখে ফ্র্যাঙ্কি জেনারেশন বিটা-য় জন্মানো দ্বিতীয় শিশু। প্রথম হিসেবে ধরা হচ্ছে অস্ট্রেলিয়ায় জন্মানো শিশু রেমিকে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen