সমুদ্রের গভীর থেকে আঘাত হানার ক্ষমতা বাড়াল ভারত, সফল কে-৪ পরীক্ষা

December 25, 2025 | < 1 min read

Authored By:

Saikat Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫:০৭: ভারতের সামুদ্রিক প্রতিরক্ষা শক্তি আরও মজবুত হল। বঙ্গোপসাগরে সফলভাবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কে-৪ উৎক্ষেপণ করল ভারতীয় নৌসেনা। পরীক্ষামূলক এই উৎক্ষেপণটি করা হয় পরমাণু শক্তিচালিত সাবমেরিন আইএনএস অরিঘাত থেকে। মঙ্গলবার বিশাখাপত্তনম উপকূলের কাছে এই পরীক্ষা সম্পন্ন হয়েছে বলে প্রতিরক্ষা সূত্রে খবর। এই সাফল্যের মাধ্যমে ভারতের সমুদ্রভিত্তিক পারমাণবিক প্রতিরোধ ক্ষমতা আরও একধাপ এগোল।

৩৫০০ কিলোমিটার পাল্লার কে-৪ ক্ষেপণাস্ত্রটির আওতায় পাকিস্তান তো বটেই, চিনের বিস্তীর্ণ অংশও পড়ে। কঠিন জ্বালানিতে চালিত এই সাবমেরিন-লঞ্চড ব্যালিস্টিক মিসাইল সমুদ্রের গভীর থেকে উৎক্ষেপণ করা যায়, যা একে কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ করে তুলেছে। উল্লেখ্য, গত বছরের নভেম্বরেও একই ধরনের একটি পরীক্ষায় সাফল্য পেয়েছিল নৌসেনা। সূত্রের খবর, আগামী দিনে কে-৪ ও অনুরূপ ক্ষেপণাস্ত্রের আরও একাধিক পরীক্ষা চালানো হবে।

বর্তমানে ভারতের হাতে দুটি পারমাণু শক্তিচালিত সাবমেরিন রয়েছে—আইএনএস অরিহন্ত ও আইএনএস অরিঘাত। দুটি ডুবোজাহাজই পরমাণু অস্ত্র বহনে সক্ষম। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি আইএনএস অরিঘাতের দৈর্ঘ্য ১১৩ মিটার। এতে রয়েছে কে-১৫ ও কে-১৫ এসএলবিএম ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ২১ ইঞ্চির চারটি টর্পেডো টিউব। সেনা সূত্রে জানা যাচ্ছে, আগামী বছরের মধ্যেই এই শ্রেণির আরও একটি সাবমেরিন যুক্ত হতে চলেছে ভারতের সেনাবাহিনীতে ।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen