লোকসভা নির্বাচনে প্রমানিত হয়েছে ভারত হিন্দু রাষ্ট্র নয়, বললেন অমর্ত্য সেন

ভারতের মানুষ যে ধর্মনিরপেক্ষতার আদর্শে লালিত, তা এই ভোটে দেখাও গেছে। বুধবার সন্ধ্যায় কলকাতা বিমানবন্দরে পা রেখে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন অমর্ত্য সেন।

June 27, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi
নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন বলেছেন, ধর্মনিরপেক্ষ ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্রে পরিণত করা ঠিক হবে না। ভারতবর্ষ গান্ধিজি, রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজির আদর্শের এক ধর্মনিরপেক্ষ দেশ। ভারতবর্ষ যে হিন্দু রাষ্ট্র নয়, তা এবারের লোকসভা ভোটে প্রমাণিত হয়েছে। ভারতের মানুষ যে ধর্মনিরপেক্ষতার আদর্শে লালিত, তা এই ভোটে দেখাও গেছে। বুধবার সন্ধ্যায় কলকাতা বিমানবন্দরে পা রেখে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন অমর্ত্য সেন।

বিপুল অর্থব্যয়ে অযোধ্যার রামমন্দির নির্মাণ নিয়ে বিজেপিকে দুষলেন অমর্ত্য সেন। রামমন্দির নিয়ে দেশের প্রকৃত চেহারাকে ঢেকে ফেলার চেষ্টাকেও কড়া ভাষায় দুষলেন। আর এসব কারণেই অযোধ্যা বিধানসভা কেন্দ্রের ফৈজাবাদ লোকসভা আসনে বিজেপির ভরাডুবি হয়েছে বলে মনে করেন তিনি।

পাশাপাশি, দেশে ধনী-গরিবের অসাম্য বাড়ার কথা উল্লেখ করেও বিজেপি সরকারকে নিশানা করেছেন অমর্ত্য। তিনি বলেন, ‘‘ধনীদের উপর নির্ভরশীলতা বেশি, দরিদ্রদের অবহেলা করার প্রথা বহু দিন ধরেই এই সরকারে চলছে। যে মন্ত্রিসভা হয়েছে, তা আগের মন্ত্রিসভার মতোই। মন্ত্রীরা সব একই। একটু রদবদল হলেও, রাজনৈতিক ভাবে যাঁরা শক্তিশালী, তাঁরা এখনও শক্তিশালী।’’

নোবেলজয়ী অর্থনীতিবিদ বলেন, এই সরকারের আমলে বিনা বিচারে জেলে রাখার অভিযোগ তুলেছেন। তবে এ জন্য কংগ্রেসেরও দায় রয়েছে বলে তাঁর মত। তাঁর কথায়, ‘‘আমি যখন ছোট ছিলাম, আমার কাকা, তুতো ভাইদের অনেকেই জেলে ছিলেন। আমাদের আশা ছিল, ভারত স্বাধীন বলে বিনা বিচারে জেল বন্ধ হবে। সেটা যে বন্ধ হল না, তাতে কংগ্রেসেরও দোষ আছে। তারা এটা বদলায়নি। তবে এখনকার সরকার সেটাকে বেশি ব্যবহার করছে।’’

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen