বৃষ্টির দাপটে নিউজিল্যান্ডের কাছে একদিনের সিরিজই হেরে গেল ভারত

আজ টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠান নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন।

November 30, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

ক্রাইস্টচার্চে সিরিজের তৃতীয় একদিনের আন্তর্জাতিক ম্যাচে শিখর ধাওয়ানদের হারিয়ে সিরিজ জিতল নিউজিল্যান্ড। সিরিজ়ে ১-০ ব্যবধানে এগিয়ে ছিল তারা। বুধবার ম্যাচ বাতিল হয়ে যাওয়ায় সিরিজ় জিতে গেল কেন উইলিয়ামসনের দল।

আজ টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠান নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। অধিনায়ক শিখর ধাওয়ান (২৮), শ্রেয়স আইয়ার (৪৯) এবং ওয়াশিংটন সুন্দর (৫১) ছাড়া কোনো ব্যাটারই আজ সেরকম রান পেলেন না। ৪৭.৩ ওভারে ২০১৯ রানে অল আউট হয়ে যায় ভারতীয় দল। অ্যাডাম মিল্ন এবং ড্যারিল মিচেল ৩টি করে উইকেট পান, টিম সাউদি পান ২টি।

জিততে হলে করতে হবে ২২০ রান, এই অবস্থায় প্রথম উইকেট ৯৭ রান তোলে নিউজিল্যান্ড। ফিন অ্যালেন করেন ৫৭। এক উইকেট হারিয়ে ১৮ ওভারে নিউজিল্যান্ডের রান যখন ১০৪ রান, তখন বৃষ্টি নাম , শেষ পর্যন্ত ম্যাচ বাতিল হয়ে যায়।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen