বৃষ্টিতে ভেস্তে গেল ম্যাচ, কী করল ভারত-নিউজিল্যান্ডের ক্রিকেটাররা? দেখুন ভিডিও

এশিয়া কাপের পর টি-টোয়েন্টি বিশ্বকাপ

November 18, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

এশিয়া কাপের পর টি-টোয়েন্টি বিশ্বকাপ। জোড়া ব্যর্থতা ঝেড়ে ফেলে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভালো পারফরম্যান্স করার জন্য মুখিয়ে ছিল টিম ইন্ডিয়া। কিন্তু হার্দিক পান্ডিয়ার দলের সেই সাধ অধরা থেকে গেল। লাগাতার বৃষ্টির ফলে ভেস্তে গেল সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর, জানিয়ে দেওয়া হয় ভারত-নিউজিল্যান্ড প্রথম টি২০ ম্যাচটি পরিত্যক্ত হল।

আগে থেকেই ম্যাচের দিন পর্যাপ্ত বৃষ্টির পূর্বাভাস ছিল। এমনকি বৃষ্টির জন্য ম্যাচ ভেস্তে যাওয়ার সম্ভাবনাও একেবারে উড়িয়ে দেওয়া যায়নি। নিউজিল্যান্ডের স্থানীয় সময় অনুযায়ী সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে খেলা শুরু হওয়ার কথা ছিল। তবে বৃষ্টির জন্য ম্যাচ আরম্ভ করা গেল না।

ওয়েলিংটনের ম্য্যাচে টস করতেও নামতে পারলেন না দুই দলের অধিনায়ক। বরং অন্য খেলায় মেতে থাকলেন যুজবেন্দ্র চাহালরা। তাঁদের ফুটভলি খেলার ভিডিও পোস্ট করেছে বিসিসিআই।


রোহিত শর্মা, বিরাট কোহলির মতো বেশ কয়েকজন সিনিয়র বিশ্রামে। হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে আজ তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করার কথা ছিল ভারতের।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen