ভারত-পাকিস্তানের মধ্যে সংঘর্ষবিরতি হয়েছে কূটনৈতিক আলোচনার মাধ্যমে, কোনও তৃতীয়পক্ষ হস্তক্ষেপ করেনি, জানালেন বিদেশসচিব

বিদেশসচিবের কাছে জানতে চাওয়া হয়, এনিয়ে ট্রাম্প সাতবার দাবি করলেন ভারত-পাকিস্তানের মধ্যে সংঘর্ষবিরতি করানোর।

May 20, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি, ১০:০০: সোমবার বিকেলে বিদেশ সংক্রান্ত সংসদীয় কমিটির সঙ্গে ‘অপারেশন সিঁদুর’ এবং ভারত-পাক উত্তেজনা নিয়ে আলোচনা করলেন বিদেশসচিব বিক্রম মিস্রী। কমিটির নেতৃত্বে রয়েছেন কংগ্রেস সাংসদ শশী তারুর। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, কংগ্রেসের রাজীব শুক্ল, দীপেন্দর হুডা, বিজেপির অপরাজিতা ষড়ঙ্গী, অরুণ গোভিল এবং এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েইসিও উপস্থিত ছিলেন বৈঠকে।

বিদেশসচিবের কাছে জানতে চাওয়া হয়, এনিয়ে ট্রাম্প সাতবার দাবি করলেন ভারত-পাকিস্তানের মধ্যে সংঘর্ষবিরতি করানোর। কেন্দ্র কেন এই বিষয়ে চুপ রয়েছে? কেন ভারত একই দাবি বারবার করার সুযোগ দিচ্ছে ট্রাম্পকে? তিনি নিজের বক্তব্যে কেন কাশ্মীরকে টেনে আনছেন? সূত্রের খবর, এর উত্তরেই বিক্রম মিসরি সাফ জানিয়ে দেন, “ভারত-পাকিস্তানের মধ্যে সংঘর্ষবিরতি হয়েছে কূটনৈতিক আলোচনার মধ্যে। এখানে কোনও তৃতীয়পক্ষ হস্তক্ষেপ করেনি। সংঘর্ষবিরতিতে আমেরিকারও কোনও দিক দিয়ে কোনও ভূমিকা ছিল না।”

সংবাদ সংস্থা পিটিআই সূত্রের খবর, এই বৈঠকে উঠে এসেছে ‘পরমাণু হুমকি’র প্রসঙ্গও। শাসক এবং বিরোধী সাংসদদের নিয়ে গঠিত ওই কমিটির বৈঠকে পরমাণু-বিতর্কে অবস্থান স্পষ্ট করেছেন বিদেশসচিব। পিটিআই সূত্রে খবর, সংসদীয় কমিটির বৈঠকে মিস্রী জানিয়েছেন, পাকিস্তানের দিক থেকে পরমাণু হামলার কোনও হুমকি ছিল না। ভারত এবং পাকিস্তানের মধ্যে সংঘর্ষ সবসময়ই প্রচলিত অস্ত্রের ব্যবহারের মধ্যেই সীমিত ছিল। যদিও সরকারি ভাবে ওই বৈঠকের বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen