ভারত-পাক সংঘাত, সংবাদমাধ্যমের জন্য কী নির্দেশ নয়া দিল্লির?
ধীরে ধীরে প্রকাশ্যে আসে সত্য। এরপরই শুক্রবার সকালে জাতীয় সুরক্ষার স্বার্থে এক গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করল কেন্দ্র।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আঘাত-প্রত্যাঘাতের লড়াইয়ে ভারত-পাকিস্তান যুদ্ধের আবহে সংবাদ মাধ্যমের জন্য কড়া নির্দেশিকা জারি করল ভারত সরকার। বৃহস্পতিবার রাতে নানা সংবাদ মাধ্যম যুদ্ধ সংক্রান্ত একাধিক খবর, ভিডিও, ছবি প্রচার করে। আদপে সেই সব ভুয়ো। ধীরে ধীরে প্রকাশ্যে আসে সত্য। এরপরই শুক্রবার সকালে জাতীয় সুরক্ষার স্বার্থে এক গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করল কেন্দ্র।
নির্দেশিকায় জানানো হল, কোনও ধরনের প্রতিরক্ষা অভিযান বা সুরক্ষা বাহিনীর গতিবিধি নিয়ে সরাসরি সম্প্রচার বা রিয়েল টাইম রিপোর্টিং করা চলবে না। তথ্য ও সম্প্রচার মন্ত্রকের নির্দেশিকা অনুযায়ী, সরাসরি সম্প্রচার বা সূত্র-নির্ভর তথ্য প্রকাশ করলে সামরিক অভিযান বিপন্ন হতে পারে, ঝুঁকির মুখে পড়তে পারেন সেনা বা নিরাপত্তারক্ষীরা। অতীতে কার্গিল যুদ্ধ, ২৬/১১ মুম্বই হামলা বা কান্দাহার হাইজ্যাকের সময় আগেভাগে তথ্য ফাঁস হয়ে যাওয়ায় বিপদ তৈরি হয়েছিল। সেখান থেকেই শিক্ষা নিয়ে কড়া পদক্ষেপ করেছে সরকার।
নির্দেশিকায় সংবাদমাধ্যম, ডিজিটাল মিডিয়া ও সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের প্রতি আহ্বান জানানো হয়েছে, সতর্কতা ও দায়িত্বশীলতা বজায় রেখে সংবাদ প্রকাশ করতে হবে। প্রতিরক্ষা সংক্রান্ত কোনও অভিযান বা নিরাপত্তা বাহিনীর গতিবিধি নিয়ে কোনও রিয়েল-টাইম আপডেট, ভিডিও বা সূত্র নির্ভর প্রতিবেদন প্রকাশ করা যাবে না।
২০২১ সালের Cable Television Networks (Amendment) Rules-এর 6(1)(p) ধারায় বলা হয়েছে—সন্ত্রাসবিরোধী অভিযানের সময় শুধুমাত্র সরকার নিযুক্ত কোনও আধিকারিকের মাধ্যমে নির্দিষ্ট সময় অন্তর ব্রিফিংই আসতে পারে। লাইভ সম্প্রচার সম্পূর্ণ নিষিদ্ধ। এই নিয়ম লঙ্ঘন করলে কেবল টিভি আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে। সংবাদমাধ্যমকে আর্জি জানানো হয়েছে সংবাদ সম্প্রচারের সময় সর্বোচ্চ পেশাদারিত্ব, দায়িত্বশীলতা ও জাতীয় স্বার্থকে যেন রক্ষা করা হয়।