শ্রীলঙ্কায় হতে পারে ভারত–পাকিস্তান ম্যাচ, টি২০ বিশ্বকাপের সম্ভাব্য সূচি ফাঁস

November 22, 2025 | < 1 min read
Published by: Raj

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৯.৩০: ভারত ফেব্রুয়ারি-মার্চে হতে চলা টি২০ বিশ্বকাপ ২০২৬–এ শিরোপা ধরে রাখার স্বপ্ন নিয়ে মাঠে নামতে প্রস্তুত। সংক্ষিপ্ত ফরম্যাটে বর্তমানে যে আধিপত্য ভারত দেখাচ্ছে, তাতে প্রতিযোগিতায় তারা স্পষ্টভাবেই এক ধাপ এগিয়ে। এশিয়া কাপ ২০২৫-এ পাকিস্তানকে টানা তিনবার হারানোর পর, বিশ্বকাপেও দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হওয়ার সম্ভাবনা উজ্জ্বল। এক রিপোর্ট অনুযায়ী, ভারত ও পাকিস্তানকে একই গ্রুপে রাখা হচ্ছে। এই গ্রুপে আরও থাকবে আমেরিকা, নামিবিয়া এবং নেদারল্যান্ডস। পাঁচ দলের গ্রুপে একমাত্র দুই টেস্ট খেলুড়ে দল হওয়ায় ভারত ও পাকিস্তান—দু’দলেরই পরের পর্বে যাওয়ার পথ তুলনামূলক সহজ।

ভারতের অভিযান শুরু হবে আমেরিকার বিরুদ্ধে, এরপর তারা খেলবে নামিবিয়া, পাকিস্তান এবং নেদারল্যান্ডসের বিপক্ষে। দুই দেশের দ্বিপাক্ষিক সমঝোতার কারণে ভারত–পাকিস্তান ম্যাচটি শ্রীলঙ্কার আর প্রেমদাসা স্টেডিয়ামে আয়োজন করা হবে।

২০২৬ সালের বিশ্বকাপে রেকর্ড ২০ দল অংশ নেবে। চারটি গ্রুপে ভাগ হওয়া টুর্নামেন্টে সবচেয়ে কঠিন বলে ধরা হচ্ছে সেই গ্রুপকে, যেখানে থাকবে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ—সঙ্গে নেপাল ও ইতালি। স্বাগতিক শ্রীলঙ্কা পড়েছে অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড ও ওমানের সঙ্গে কঠিন পরীক্ষায়। রানার্স-আপ দক্ষিণ আফ্রিকার গ্রুপেও চ্যালেঞ্জ কম নয়—নিউজিল্যান্ড, আফগানিস্তান, ইউএই ও কানাডাকে নিয়ে জমবে লড়াই।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen