১১ বছর পর অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ফাইনালে আজ ভারত-পাকিস্তান মহারণ

December 20, 2025 | < 1 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১১:৪৫: এশিয়া কাপের মঞ্চে ফের ভারত-পাক মহারণ। ভারত ও পাকিস্তান—দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই দিয়েই শেষ হতে চলেছে এবারের ACC মেনস অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের আসর। গোটা টুর্নামেন্ট জুড়ে অপরাজিত থাকা ভারতীয় অনূর্ধ্ব ১৯ দল এবং গ্রুপ পর্বে ভারতের কাছেই একমাত্র হারের মুখ দেখা পাকিস্তান অনূর্ধ্ব ১৯ দল মুখোমুখি হচ্ছে আজ ফাইনালে। আয়োজক থেকে সম্প্রচারকারী, সমর্থক থেকে ক্রিকেটার—সবার অপেক্ষা এই ম্যাচ ঘিরেই। কারণ ভারত বনাম পাকিস্তান ম্যাচ সব সময় ক্রিকেট বিশ্বের কাছে একটা উত্তেজনা পূর্ণ ম্যাচ হিসেবে পরিচিত হয়ে এসেছে।

দুবাইয়ে শুক্রবার সেমিফাইনালে দাপট দেখিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে দুই দল। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে শেষ চারের ম্যাচে জয় পায় ভারত। ICC Academy-তে ২০ ওভারের খেলায় বল হাতে কার্যকর ছিলেন কণিষ্ক চৌহান ও হেনিল প্যাটেল। রান তাড়ায় সহ – অধিনায়ক বিহান মালহোত্রা ও অ্যারন জর্জের অপ্রতিরোধ্য জুটিতে সহজ জয় তুলে নেয় ভারত।

অন্যদিকে, The Sevens Stadium-এ বাংলাদেশকে কার্যত একতরফা ভাবে হারায় পাকিস্তান। বল হাতে আবদুল সুবহানের চার উইকেটের পর ব্যাট হাতে সমীর মিনহাসের ঝকঝকে ইনিংস ম্যাচ দ্রুত শেষ করে দেয়।

১১ বছর পর অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ফাইনালে ফের মুখোমুখি ভারত-পাকিস্তান। এর আগে ১২ বারের মধ্যে ৮ বার চ্যাম্পিয়ন ভারত এবার ৯ম শিরোপার লক্ষ্যে আজ মাঠে নামবে বৈভব,অভিজ্ঞানরা। পাশাপাশি এই টুর্নামেন্ট ২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে বড় প্রস্তুতির মঞ্চ।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen