ভারত-পাক সংঘাত: ছুটি বাতিল বিধানসভার কর্মীদের, বাড়ল বাংলার আইনসভার নিরাপত্তা

কাশ্মীরের জঙ্গি হামলার প্রত্যাঘাত হিসেবে পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরের জঙ্গি ঘাঁটিতে হামলা চালিয়েছে ভারতীয় সেনাবাহিনী।

May 9, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বাড়ছে সংঘাত, সীমান্তে উত্তেজনা। যেকোনও সময় যুদ্ধ শুরু হতে পারে। এমন আবহে রাজ্যের বিধানসভার নিরাপত্তা বাড়ানো হল। পরিবর্তিত পরিস্থিতিতে বিধানসভার সব কর্মীর ছুটি বাতিলের বিজ্ঞপ্তি জারি করা হল শুক্রবার। এমনই জানিয়েছেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।

কাশ্মীরের জঙ্গি হামলার প্রত্যাঘাত হিসেবে পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরের জঙ্গি ঘাঁটিতে হামলা চালিয়েছে ভারতীয় সেনাবাহিনী। তারপর থেকে ভারতে হামলা চালাতে মরিয়া পাকিস্তান। পাল্টা জবাব দিচ্ছে ভারতও। বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, অযথা আতঙ্কিত হওয়ার কিছু নেই। প্রত্যাঘাতের প্রভাব হয়ত বাংলা পর্যন্ত আসবে না। তবু নিরাপত্তায় কোনও ফাঁকফোকর রাখা হচ্ছে না। পরিস্থিতি বিশেষে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। তাই নিরাপত্তা বৃদ্ধির পাশাপাশি কর্মীদের ছুটিও বাতিল করা হয়েছে।

প্রসঙ্গত, যুদ্ধের আবহে আগেই রাজ্যের সব সরকারি দপ্তরের ছুটি বাতিল করেছে নবান্ন। বুধবার নবান্নে সাংবাদিক বৈঠক থেকে তা জানান মুখ্যমন্ত্রী। এবার বিধানসভার কর্মীদের ছুটিও বাতিল করা হল।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen