বিমান সংস্থার কর্মীর অমানবিক আচরণ? বিস্ফোরক অভিযোগ প্যারা অ্যাথলিটের

এক বহুজাতিক বিমান সংস্থার কর্মীদের বিরুদ্ধে বিশেষভাবে সক্ষম প্যারা অ্যাথলিটের সঙ্গে অমানবিক আচরণের অভিযোগ উঠল। প্যারা অ্যাথলিট সুবর্ণা রাজ দেশের হয়ে একাধিক পদক জিতেছেন।

February 4, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: এক বহুজাতিক বিমান সংস্থার কর্মীদের বিরুদ্ধে বিশেষভাবে সক্ষম প্যারা অ্যাথলিটের সঙ্গে অমানবিক আচরণের অভিযোগ উঠল। প্যারা অ্যাথলিট সুবর্ণা রাজ দেশের হয়ে একাধিক পদক জিতেছেন। ২০১৪ সালে এশিয়ান প্যারা গেমসে দুটি পদক জিতেছিলেন সুবর্ণা। তিনি দিল্লি থেকে চেন্নাই যাচ্ছিলেন। তাঁর অভিযোগ, বিমান সংস্থার কর্মীদের কাছে ব্যক্তিগত হুইলচেয়ার চেয়েও মেলেনি হয়নি। সাহায্য করার বদলে, তাঁকে হেনস্তা করা হয়।

চেন্নাই বিমানবন্দরে নেমে সুবর্ণা রাজ অভিযোগ করেন, অন্তত ১০বার তিনি সাহায্য চেয়েছিলেন। তিনি বলেছিলেন, বিমানের দরজায় তাঁর ব্যক্তিগত হুইলচেয়ার চাই। কিন্তু সাহায্যের আবেদনে সাড়া মেলেনি। সুবর্ণা রাজ আরও অভিযোগ করে বলেন, তাঁর হুইলচেয়ারের দাম প্রায় ৩ লক্ষ টাকা। সেটাও নষ্ট হয়ে গিয়েছে। হুইলচেয়ারের দাম মিটিয়ে দেওয়ার আবেদন জানিয়েছেন তিনি।

বিষয়টি প্রকাশ্যে আসতে সমাজ মাধ্যমে নিন্দার ঝড় উঠেছে। অনেকেই বিমান সংস্থার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen