জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইম্পিচমেন্ট প্রস্তাব আনার পরিকল্পনা INDIA’র
সূত্রের খবর, আজ রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গের সভাপতিত্বে ইন্ডিয়ার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।
Authored By:

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২:৫১: SIR এবং ভোট চুরির অভিযোগের বিরুদ্ধে বিরোধীদের তীব্র প্রতিবাদের মাঝেই সোমবার ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের (CEC Gyanesh Kumar) বিরুদ্ধে ইম্পিচমেন্ট নোটিশ (Impeachment notice) জমা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইন্ডিয়া শিবির। সূত্রের খবর, আজ রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গের সভাপতিত্বে ইন্ডিয়ার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।
এই প্রসঙ্গে কংগ্রেস রাজ্যসভার সাংসদ সৈয়দ নাসির হুসেন (Congress Rajya Sabha MP Syed Naseer Hussain) বলেন, “যদি প্রয়োজন হয়, তাহলে আমরা নিয়ম মেনে গণতন্ত্রের সমস্ত অস্ত্র ব্যবহার করব। আমরা এখন পর্যন্ত (ইম্পিচমেন্ট সম্পর্কে) কোনও আলোচনা হয়নি, তবে প্রয়োজনে আমরা যে কোনও কিছু করতে পারি। “
সংবিধানের ৩২৪(৫) অনুচ্ছেদের অধীনে, সিইসিকে কেবল সুপ্রিম কোর্টের বিচারকের মতোই অপসারণ করা যেতে পারে, যার জন্য সংসদ কর্তৃক ইম্পিচমেন্ট প্রস্তাব প্রয়োজন। এজন্য বিরোধীদের লোকসভা ও রাজ্যসভায় দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন।
একজন বর্ষীয়ান বিরোধী নেতার কথায়, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে তাদের ইম্পিচমেন্ট নোটিশ জমা দেওয়ার পরিকল্পনা রয়েছে এবং শীঘ্রই এর প্রসেস শুরু হবে। রবিবার জ্ঞানেশ কুমারের সংবাদ সম্মেলনের পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তৃণমূল সাংসদ সাগরিকা ঘোষ জানিয়েছেন, “মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বক্তব্য স্পষ্ট করে দিয়েছে যে, এসআইআর নিয়ে কোনও তদন্ত করা হবে না। আমরা এই বিষয়ে আলোচনার জন্য আমরা বারবার দাবি করছি। আমরা সিইসি’র মাধ্যমে এই প্রক্রিয়ার সুষ্ঠু তদন্ত দাবি করছি।”