India Post: আরও এক পরিষেবা বন্ধ করল ডাক বিভাগ!
এই সিদ্ধান্তের পেছনে মূল কারণ যুক্তরাষ্ট্রের নতুন আমদানি শুল্ক (import duty) নিয়মকানুন নিয়ে তৈরি হওয়া জটিলতা এবং পরিবহনকারী সংস্থাগুলির অপারগতা।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২:৩০: যুক্তরাষ্ট্রে (USA) ডাক পরিষেবা সম্পূর্ণরূপে বন্ধ করার সিদ্ধান্ত নিল ভারতীয় ডাক বিভাগ (India Post)। কয়েকদিন আগে শুধুমাত্র পার্সেল পাঠানো সাময়িকভাবে বন্ধ রাখার কথা জানালেও এখন সমস্ত ধরণের চিঠি, নথি এবং ১০০ ডলার (₹8,814) মূল্যের পর্যন্ত উপহার পাঠানোও বন্ধ করা হলো।
এই সিদ্ধান্তের পেছনে মূল কারণ যুক্তরাষ্ট্রের নতুন আমদানি শুল্ক (import duty) নিয়মকানুন নিয়ে তৈরি হওয়া জটিলতা এবং পরিবহনকারী সংস্থাগুলির অপারগতা।
গত মাসে ট্রাম্প প্রশাসন (Trump administration) একটি আদেশ জারি করে ঘোষণা করে যে, আগামী ২৯শে অগাষ্ট থেকে ৮০০ ডলারের নীচে পণ্য কম বাধায় আমেরিকায় ঢোকার যে বিশ্বব্যাপী ‘de minimis’ নিয়ম চালু ছিল, তা বাতিল করা হচ্ছে। এর অর্থ, ১০০ ডলারের নীচে ছাড়া এখন থেকে USA-তে প্রবেশ করা প্রতিটি পার্সেলের ওপরেই কর দিতে হবে।
এই অনিশ্চয়তার কারণে বিশ্বের ২৫টিরও বেশি দেশ ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রে ডাক পরিষেবা স্থগিত করেছে। ভারতীয় ডাক বিভাগ প্রতিদিন গড়ে ৩ টন কার্গো আমেরিকায় পাঠায়, যা মাসে ১০০ থেকে ২০০ টনের মধ্যে পড়ে।