Tariff War: আমেরিকার বিরুদ্ধে পাল্টা শুল্ক চাপানোর পথে ভারত!

ভারত সরকার WTO-কে জানিয়েছে যে, আমেরিকা যে ভাবে স্টিল ও অ্যালুমিনিয়ামে ‘সুরক্ষা সম্পর্কিত পদক্ষেপ’ দেখিয়ে বাড়তি শুল্ক চাপিয়েছে

July 10, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:১৩: ভারত (India) এবং মার্কিন যুক্তরাষ্ট্রের (United States) মধ্যে যখন বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চলছে, ঠিক সেই সময়েই বিশ্ব বাণিজ্য সংস্থার (World Trade Organisation – WTO) নিয়ম মেনে পাল্টা শুল্ক (retaliatory tariffs) চাপানোর পথে হাঁটছে ভারত।

বুধবার, ভারত সরকার WTO-কে জানিয়েছে যে, আমেরিকা যে ভাবে স্টিল ও অ্যালুমিনিয়ামে (steel and aluminium) ‘সুরক্ষা সম্পর্কিত পদক্ষেপ’ দেখিয়ে বাড়তি শুল্ক চাপিয়েছে, তার জবাবে ভারতও নির্দিষ্ট কিছু মার্কিন পণ্যে পাল্টা শুল্ক আরোপ করতে চায়।

এই সিদ্ধান্তের সময়কাল অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বর্তমানে এক দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি (bilateral trade agreement) নিয়ে আলোচনা চলছে, যা প্রথম পর্যায় সেপ্টেম্বর-অক্টোবরের মধ্যে সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে।

এর আগে, চলতি বছরের মে মাসে, ভারত WTO-কে জানায় যে, আমেরিকার এই একতরফা শুল্ক নীতির ফলে ভারতের ক্ষতি হচ্ছে। এর বদলে ভারতীয় বাজারে আমেরিকা থেকে আমদানি করা পণ্যের (US imports) ওপর পাল্টা শুল্ক চাপানো হবে – যার খরচ পড়বে প্রায় ৭.৬ বিলিয়ন ডলারের (7.6 billion USD) বেশি।

কোন পণ্যের ওপর শুল্ক বসতে পারে?

যদিও সরকারি ভাবে নির্দিষ্ট পণ্যের তালিকা এখনো প্রকাশিত হয়নি, কিন্তু বাণিজ্য মন্ত্রক সূত্রে ইঙ্গিত – আমেরিকা থেকে আমদানি হওয়া কিছু উচ্চ প্রযুক্তির বৈদ্যুতিন গ্যাজেট (high-end electronic gadgets), কৃষি প্রোডাক্ট (agricultural products) এবং ভারী শিল্পে ব্যবহৃত পার্টস (industrial components) এই তালিকায় থাকতে পারে।

বিশেষজ্ঞদের মতে, এই পদক্ষেপ শুধু অর্থনৈতিক প্রতিক্রিয়া নয়, বরং একটি কূটনৈতিক বার্তাও (diplomatic signal)। এর মাধ্যমে ভারত জানিয়ে দিল, “আমরাও পাল্টা জবাব দিতে সক্ষম।”

বিশেষ করে যখন আমেরিকা একদিকে ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তির আলোচনা চালাচ্ছে, অন্যদিকে একতরফা শুল্ক চাপিয়ে যাচ্ছে – এই দ্বিচারিতার বিরুদ্ধেই ভারতের এই বার্তা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen