বাংলাদেশকে হারিয়ে টানা নবমবার এশিয়া কাপের ফাইনালে স্মৃতি, হরমনপ্রীতরা

বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা ৩২ রান করেন। একটি করে উইকেট নেনে পূজা বস্ত্রকর এবং দীপ্তি শর্মা।

July 26, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi
ঝোড়ো অর্ধশতরান মন্ধনার, এশিয়া কাপের ফাইনালে ভারত। ছবি- বিসিসিআই।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: এশিয়া কাপের ফাইনালে ভারতের মেয়েরা। বাংলাদেশকে হেলায় হারিয়ে দিলেন হরমনপ্রীতরা। বাংলাদেশকে মাত্র ৮০ রানেই আটকে দেন রেনুকা, রাধা যাদবরা। ১০ উইকেটে ম্যাচ জিতে নিল স্মৃতিরা।

টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক। বাংলাদেশের তিন ব্যাটার দিয়ারা আখতার, মুরশিদা খাতুন ও ইসমা তাঞ্জিমকে ফিরিয়ে দেন রেণুকা। রাধা যাদবও তুলে নেন তিন উইকেট। বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা ৩২ রান করেন। একটি করে উইকেট নেনে পূজা বস্ত্রকর এবং দীপ্তি শর্মা।

জবাবে ব্যাট করতে নেমে শেফালি বর্মা ও স্মৃতি মান্ধানা অনায়াসে পৌঁছে যান লক্ষ্যে। হাফসেঞ্চুরি করেন স্মৃতি। এই নিয়ে টানা ৯ বার এশিয়া কাপের ফাইনালে পৌঁছে গেল ভারতের মেয়েরা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen