ভারত-দক্ষিণ আফ্রিকা পঞ্চম টি-টোয়েন্টি, অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে নামছেন বৈভবরা, আজ নজর কোন কোন খবরে?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০৯:৩০: *ভারত-দক্ষিণ আফ্রিকা চতুর্থ টি-টোয়েন্টি*
কুয়াশায় কারণে লখনউয়ে ভারত-দক্ষিণ আফ্রিকা চতুর্থ টি-টোয়েন্টি বাতিল হয়ে গিয়েছে। আজ আহমদাবাদে কার্যত সিরিজের ফয়সালা হবে। ভারত ২-১ এগিয়ে সিরিজে। ট্রফি জিততে শেষ ম্যাচে জয় পেতে হবে সূর্যকুমার যাদবদের। তবে ভারতের আর সিরিজ হারার কোনও সম্ভাবনা নেই। আজ সন্ধ্যা ৭টা থেকে শুরু খেলা। স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে সরাসরি দেখা যাবে সম্প্রচার দেখা যাবে।
*অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনাল*
আজ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের জোড়া সেমিফাইনাল। এক সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত ও শ্রীলঙ্কা। অপর সেমিফাইনাল খেলবে বাংলাদেশ ও পাকিস্তান। আজই জানা যাবে ফাইনালে কারা মুখোমুখি হবেন। ম্যাচ শুরু সকাল ১০:৩০ মিনিটে। সরাসরি সম্প্রচার দেখা যাবে সোনি স্পোর্টস নেটওয়ার্ক ও সোনিলিভ অ্যাপে।
*খসড়া ভোটার তালিকা পরবর্তী পরিস্থিতি*
বৃহস্পতিবার থেকে SIR-এ শুনানির জন্য ভোটারদের নোটিশ পাঠানো শুরু করার কথা ছিল। কিন্তু এখনও শুরু করা যায়নি নোটিশ পাঠানোর কাজ। কমিশন সূত্রে খবর, আজ থেকে ভোটারদের নোটিশ পাঠানো শুরু হবে। আজ অনেকেই নোটিশ পেতে পারেন।
*যুবভারতী কাণ্ডের তদন্ত*
বিশেষ তদন্তকারী দল (SIT) গঠিত হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কর্তৃক গঠিত অনুসন্ধান কমিটির সুপারিশে সিট গঠিত হয়েছে। ইতিমধ্যে সিটের সদস্য সংখ্যাও বাড়ানো হয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের চিহ্নিত করার চেষ্টা করছেন তদন্তকারীরা। এই সংক্রান্ত যাবতীয় খবরে নজর থাকবে।