ভারতের হাতে আসছে যুদ্ধক্ষেত্র বদলে দেওয়া জ্যাভলিন, ৯৩ মিলিয়ন ডলারের চুক্তিতে সিলমোহর আমেরিকার

November 20, 2025 | < 1 min read
Published by: Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:৫৬: ভারতের প্রতিরক্ষা সক্ষমতা আরও জোরদার করতে আমেরিকা অনুমোদন দিল প্রায় ৯৩ মিলিয়ন ডলার মূল্যের নতুন অস্ত্রসামগ্রীর প্যাকেজ। এর ফলে নয়াদিল্লি পাচ্ছে এক ব্যাচ FGM-148 জ্যাভলিন অ্যান্টি-ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র এবং Excalibur নির্ভুল-নিয়ন্ত্রিত আর্টিলারি রাউন্ড।

মার্কিন ডিফেন্স সিকিউরিটি কো-অপারেশন এজেন্সি (DSCA) জানিয়েছে, ভারত মোট ১০০টি জ্যাভলিন ক্ষেপণাস্ত্র, ২৫টি লাইটওয়েট কমান্ড লঞ্চ ইউনিট, এবং ২১৬টি এক্সক্যালিবার রাউন্ড কেনার অনুরোধ জানিয়েছে। সঙ্গে আছে লাইফসাইকেল সাপোর্ট, সিকিউরিটি ইন্সপেকশন, অপারেটর ট্রেনিং, এবং লঞ্চ ইউনিট রিফার্বিশমেন্ট—যা পূর্ণ অপারেশনাল সক্ষমতা নিশ্চিত করবে।

DSCA–র বক্তব্য, এই চুক্তি যুক্তরাষ্ট্র–ভারত কৌশলগত অংশীদারত্বকে আরও মজবুত করবে এবং ভারতের পক্ষে বর্তমান ও ভবিষ্যতের নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় সহায়ক হবে। এজেন্সি আরও বলেছে, ভারত সহজেই এই উন্নত প্রযুক্তি তার সশস্ত্র বাহিনীর সঙ্গে খাপ খাইয়ে নিতে পারবে। পাশাপাশি, বিক্রি হলেও আঞ্চলিক সামরিক ভারসাম্যে কোনো প্রভাব পড়বে না।

এ প্যাকেজের মধ্যে থাকা এক্সক্যালিবার আর্টিলারি রাউন্ড, যার মূল্য প্রায় ৪৭ মিলিয়ন ডলার, GPS–নির্ভর আঘাতে অত্যন্ত সুনির্দিষ্ট হামলা চালাতে সক্ষম। অন্যদিকে, RTX ও লকহিড মার্টিনের যৌথভাবে তৈরি জ্যাভলিন বহু যুদ্ধক্ষেত্রে পরীক্ষিত—বিশেষত ইউক্রেনে রুশ ট্যাঙ্ক ধ্বংসে এর ভূমিকা বিশ্বজুড়ে নজর কাড়ে। টপ–অ্যাটাক ডিজাইন ও সফট-লঞ্চ প্রযুক্তির কারণে এটি ভবন বা বাঙ্কার থেকেও নিরাপদে ছোড়া যায়।

চুক্তির ওপর এখন মার্কিন কংগ্রেসের আনুষ্ঠানিক পর্যালোচনা চলছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen